দেশের অন্যান্য জেলারমত পার্বত্য জেলা বান্দরবানে প্রথমবারেরমতো সরকারিভাবে বিনামুল্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে টাইফয়েড টিকাদান কর্মসূচির শুরু হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকালে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস, এম, হাসান।
সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়। এসময় শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে নিজ নিজ রেজিষ্টেশন সম্পন্ন টাইফয়েড টিকা গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মিলটন মহুরী, জেলা তথ্য অফিসার মো.আনোয়ার হোসেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি বিভাগের উর্ধতন কর্মকর্তারা।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, এক মাসব্যাপী এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে, আর এই টিকা গ্রহনের ফলে শিক্ষার্থীরা টাইফয়েড রোগ থেকে মুক্ত থাকবে।
কেকে/ এমএস