বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর বারিধারায় পারিবারিকভাবে ব্যারিস্টার নুসরাত খানের সঙ্গে তার বাগদান অনুষ্ঠিত হয়।
ছবি : ফেসবুক নুসরাত খানের থেকে নেওয়া
কনে ব্যারিস্টার নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সাবেক সদস্য ও টাঙ্গাইল-নাগরপুরের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদের বড় মেয়ে। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া গ্রামে।
ছবি : নুসরাত খানের ফেসবুক থেকে নেওয়া
শিক্ষাজীবনে নুসরাত খান রাজধানীর স্কলাস্টিকা থেকে ‘ও’ ও ‘এ’ লেভেল সম্পন্ন করার পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি, বিপিপি ইউনিভার্সিটি থেকে এলএলএম ও বার প্রফেশনাল ট্রেনিং কোর্স শেষ করেন।
পরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস সাসটেইনেবিলিটি ম্যানেজমেন্ট এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল ফিলোসফিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
ছবি : নুসরাত খানের ফেসবুক থেকে নেওয়া
শনিবার (১১ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে নুসরাত খান বাগদানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি লেখেন, “পরিবারের উপস্থিতিতে বারিধারার আমাদের বাসভবনে ছোট পরিসরে বাগদান সম্পন্ন হয়েছে।
আগামী বছর উপযুক্ত সময়ে বিয়ের পরিকল্পনা রয়েছে, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”