টঙ্গীতে শহিদ শাকিল পারভেজের বাবার দোয়ার মাধ্যমে গাজীপুর ৬ নির্বাচনী গনসংযোগ শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১২ অক্টোবর) সকালে টঙ্গীস্থ শহিদ পরিবারের বাসায় সাক্ষাত করতে যান গাজীপুর-৬ এর জামায়াত মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমান।
এ সময় শহীদ শাকিলের বাবা আপ্লুত হয়ে তার সন্তানের স্মৃতিচারণ করেন। ড. হাফিজুর রহমান প্রার্থী হওয়ার সংবাদে শহিদের পরিবার আনন্দিত হন এবং তার সফলতার জন্য দোয়া করেন।
শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করে ড. হাফিজ বলেন, আমরা শহিদদের স্বপ্নকে ব্যর্থ হতে দিবো না, তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে বিনির্মানের জন্যই বিদেশের আয়েশী জীবন ফেলে চলে এসেছি। আপনাদের দোয়া ও সহযোগীতায় নিরাপদ ও বসবাসযোগ্য টঙ্গী-গাছা জনপদকে গড়বো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর কর্মপরিষদ সদস্য ও টঙ্গী পূর্ব থানা আমীর মো. নজরুল ইসলাম, গাজীপুর মহানগরী শিবিরের সেক্রেটারি জাকির হোসেন, গাজীপুর মহানগরী শিবিরের এইআরডি সম্পাদক হবিবুর রহমান সূজন, সাংবাদিক ফোরামের পরিচালক ফাহাদ আল সাবিত প্রমুখ।
কেকে/ এমএস