পিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে ২ জেলেকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১২ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা।
দণ্ডপ্রাপ্ত পলাশ হাওলাদার (৪৫) উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের আমীর আলীর ছেলে ও আ. আউয়াল (২৭) একই গ্রামের মো. ইয়াছিন হাওলাদারের ছেলে।
অভিযান পরিচালনাকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, শনিবার দিবাগত রাত থেকে রবিবার ভোর পর্যন্ত উপজেলার সন্ধ্যা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সন্ধ্যা নদীর সুবিদপুর এলাকায় ইলিশ শিকার করার সময় ২ জেলেকে আটক করা হয়।
রবিবার সকালে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কেকে/বি