ফরিদপুরেও শুরু হয়েছে মাসব্যাপী টাইফয়েড ও টিকাদান ক্যাম্পেইন। জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে অনুষ্ঠিত বেলুন ও পায়রা উড়িয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
রবিবার (১২ অক্টোবর) সকালে ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ হতে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
সিভিল সার্জন মাহমুদুল হাসান এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুস্মিতা সাহা, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল সদর সার্কেল ভাঙ্গা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিস ইসরাত জাহান, ফরিদপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল হক, শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হাসান, স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ প্রমূখ।
সভায় বক্তারা টাইফয়েড রোগের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করে।
প্রতিবছর প্রায় ৮ হাজার শিশু কিশোর এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আর তাই এখন থেকে যেন এই রোগে কেউ মৃত্যু বরণ না করে সেজন্য সরকার বিনামূল্যে এই টিকা প্রদান করছে ।
শূন্য থেকে ১৬ বছর পর্যন্ত সকল কিশোর কিশোরীকে এর আওতায় আনতে হবে। বক্তারা এ ব্যাপারে অভিভাবকদের সচেতন হবার আহ্বান জানান। একই সাথে এ কার্যক্রম সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে একটি শিশুকে টিকাদানের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
উল্লেখ করা যেতে পারে, প্রায় এক মাস ব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।
কেকে/বি