রাজশাহী জেলা এবং গোদাগাড়ী উপজেলার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন মন্ত্রণালয়টির সিনিয়র সচিব মমতাজ আহমেদ।শনিবার (১১ অক্টোবর) সকালে রাজশাহী জেলার জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ ট্রেড পরিদর্শন করেন তিনি।
পরে গোদাগাড়ী উপজেলা ধীনমাটিকাটা ইউনিয়নের উত্তরা শাকপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন ও ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন মমতাজ আহমেদ।
এ সময় তিনি বিদ্যালয় মাঠে সচেতনতামূলক প্রচারাভিযানে অংশগ্রহণ এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন। পরে সিনিয়র সচিব মাটিকাটা ইউনিয়নে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দেন।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় মমতাজ আহমেদ বলেন, ‘সরকারের সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সারাদেশে মা ও শিশু সহায়তা কর্মসূচি চালু রাখার জন্য। এ কারণে আমরা চাই না ভাতা পাওয়ার যোগ্য নন- এমন কোনো ব্যক্তি এই সুবিধা ভোগ করেন।’
এ সময় ভাতা পাওয়ার উপযোগী নন- এমন কেউ এই সুবিধার অন্তর্ভুক্ত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেন তিনি।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ মাটিকাটা ইউনিয়নের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।