বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত টঙ্গী সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) সকালে চেরাগআলী থেকে শুরু হয়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কলেজের প্রধান ফটকে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পুরো মিছিল জুড়ে ছিল “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ”, “গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ ” এবং “তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদলের ঐক্য অটুট থাকুক” এসব স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।
টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান আরিফ বলেন, “আমরা টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলকে আরো সংগঠিত ও শক্তিশালী করতে কাজ করব। গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদল মাঠে থাকবে শেষ পর্যন্ত।”
তিনি আরও বলেন, “এই কমিটি হবে ত্যাগী, কর্মঠ ও আদর্শবান নেতাকর্মীদের সংগঠন।”
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষে ধানের শীষে পক্ষে কাজ করার আহ্বান জানান।
মিছিলে উপস্থিত ছিলেন, নবগঠিত টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান আরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি, সদস্য সচিব আলাউদ্দিন সুমনসহ থানা ছাত্রদল, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কেকে/বি