কুমিল্লায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে এক কোটি বিশ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদক জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
রোববার (১২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি জানা জানায়, শনিবার রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির গোলাবাড়ী পোস্টের টহলদল সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। মধ্যরাতে সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগরে মালিকবিহীন অবস্থায় ৪০ হাজার পিস অবৈধ ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি বিশ লাখ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ খোলা কাগজকে বলেন, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।
কেকে/এআর