রোববার, ১২ অক্টোবর ২০২৫,
২৭ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১২ অক্টোবর ২০২৫
শিরোনাম: ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      মঙ্গলবার থেকে কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা      নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা      অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিনিধি দল      
ধর্ম
নেতা নির্বাচনে ইসলামের নির্দেশনা
রাইহান উদ্দিন
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ১১:৪১ এএম আপডেট: ১২.১০.২০২৫ ৩:২১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের সুশৃঙ্খলভাবে বসবাস ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্র সবখানেই নেতা নির্বাচন করা জরুরি। একজন নেতা তার অধীনস্থদের সুচারুরূপে পরিচালনা করবেন, তাদের সুখ-সমৃদ্ধির জন্য কাজ করবেন। ইসলামে নেতৃত্ব নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

নেতৃত্বের গুরুত্ব বোঝাতে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যখন তিনজন ব্যক্তি কোনো সফরে বের হবে, তখন তারা যেন তাদের একজনকে আমীর (নেতা) বানিয়ে নেয়।” (আবু দাঊদ, হাদিস: ২৬০৯)

একজন নেতা একটি জাতি বা সমাজকে পরিচালনার দায়িত্ব পালন করেন। তিনি যদি সৎ ও সদাচারী হন, তবে সমাজ শান্তিপূর্ণ হবে, উন্নয়নের পথ সুগম হবে। আর যদি নেতা অসৎ হন, তবে সমাজে নেমে আসবে বিশৃঙ্খলা ও অশান্তি।

বর্তমান সময়ে নেতা বা জনপ্রতিনিধি জনগণের ভোটে নির্বাচিত হয়ে থাকেন। তাই ভোটারদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। অযোগ্য কাউকে নেতৃত্বে বসালে তার মাধ্যমে সমাজে যে অরাজকতা সৃষ্টি হবে, তার জন্য ভোটার বা যিনি নির্বাচিত করেছেন, তাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে।

নেতা নির্বাচনের আগে আমাদের অবশ্যই দেখতে হবে, প্রার্থীটি চরিত্রবান কি না। হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, নবী (সা.) অশ্লীল ভাষী ও অসদাচরণকারী ছিলেন না। তিনি বলতেন, “তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম, যে নৈতিকতায় সর্বোত্তম।” (বুখারি, হাদিস: ৩৫৫৯)

যাকে নেতা নির্বাচিত করব, তার সত্যবাদিতা সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি। কারণ একজন জনপ্রতিনিধির সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো তাকওয়াবান ও সত্যবাদী হওয়া।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, “তিন ধরনের ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না, এবং তাদের দিকে তাকাবেনও না। তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। (তাদের একজন হলেন) মিথ্যাবাদী শাসক।” (মুসলিম, হাদিস: ১৯৬)

নেতা হতে হবে জনদরদী যিনি সব সময় অধীনস্থদের স্বার্থকে প্রাধান্য দেন, তাদের সুখ-দুঃখে পাশে থাকেন এবং তাদের সঙ্গে কখনো প্রতারণা করেন না। এমন ব্যক্তিকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করা উচিত। রাসুল (সা.) বলেন, “যে আমিরের ওপর মুসলিমদের শাসনক্ষমতা অর্পিত হয়, অথচ সে তাদের কল্যাণে আন্তরিক না হয়, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করতে দেবেন না।” (মুসলিম, হাদিস: ৪৬২৫)

তার মধ্যে ন্যায়পরায়ণতা থাকতে হবে। হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেন, “সাত শ্রেণির লোক কিয়ামতের দিন আল্লাহর ছায়ায় স্থান পাবে, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না। তাদের একজন হলেন ন্যায়পরায়ণ শাসক।” (বুখারি, হাদিস: ৬৮০৬)

নেতাকে জ্ঞানী ও প্রজ্ঞাবান হতে হবে। শিক্ষা ছাড়া জনগণের প্রতিনিধিত্ব, অধিকার অনুধাবন এবং তা রক্ষা করা সম্ভব নয়। হজরত ইউসুফ (আ.) মিসরের রাজাকে বলেন, “আমাকে দেশের ধনভাণ্ডারের ওপর কর্তৃত্ব দিন; আমি বিশ্বস্ত রক্ষক ও সুবিজ্ঞ।” (সুরা ইউসুফ: ৫৫)

একজন সচেতন ভোটার হিসেবে আমাদের দায়িত্ব হলো যোগ্যতা যাচাই করে নেতা নির্বাচন করা। না হলে তা হবে আমানতের খেয়ানত, যার জন্য পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  নেতা নির্বাচন   ইসলাম   নির্দেশনা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কুমিল্লায় শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭
নবীনগরের কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে
২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের
সিলেটবাসী নাগরিক অধিকার থেকে বঞ্চিত : আরিফুল
নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল ও স্মারকলিপি

সর্বাধিক পঠিত

রাজশাহীতে চার পরিবারকে হয়রানির অভিযোগ
সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে চরম দুর্নীতি ও অনিয়ম
রায়েরবাজারে দুই মাস ধরে অর্ধসমাপ্ত সাদেক খান সড়ক
মৌলভীবাজারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
গাজীপুরে টাইফ‌য়েড টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close