বুধবার বাদ যোহর এনায়েতপুর মাজার মসজিদে তাঁর নামাজে জানাযা শেষে মাজার শরীফ কমপ্লেক্সে তার দাফন সম্পন্ন হয়েছে।
উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক সুফি সাধক খাজা ইউনুস আলী এনায়েতপুরী (র:) এর ৫ ভাই ৫ বোনের মধ্যে হযরত খাজা শাহ কামাল উদ্দিন নুহু মিয়া ছিলেন তৃতীয় এবং দরবার শরীফের তৃতীয় সাজ্জাদানশীন হুজুরপাক।
পিতার আদর্শের ধারবাাহিকতায় তিনি ছিলেন চিন্তক, ধর্মীয় বিশারদ ও ইসলামের শান্তির প্রচারক। অল্প আহার, অল্প নির্দার জীবন ব্যবস্থা অনুসরন করে ইসলামী ভাবধারার মানবিক দীক্ষার নানা গুনের অধিকারী ছিলেন তিনি।
পাশাপাশি দেশ-বিদেশে ছড়িয়ে থাকা পিতার লাখ-লাখ ভক্ত অনুরাগীকে আল্লাহর ইসলামের আলোর দেখানো পথ অনুসরনে তিনি আজীবন ভুমিকা রেখে গেছেন বলে মনে করেন ভক্ত আশেকান জাকেরগন।
কেকে/লআ