হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও পাচারের সময় ১৪ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১২ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সহায়তা করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এর আগে চুনারুঘাটে সিলিকা বালু লুটের বিষয়ে সংবাদ প্রকাশিত হলে জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উলুকান্দি গ্রামের তৈয়ব আলীর পুত্র নুর উদ্দিন (৩৩), নিশাপট গ্রামের শাহজাহান মিয়ার পুত্র জাকারিয়া (২৬), আব্দুল্লাপুর গ্রামের মতলিব মিয়ার পুত্র শাহজাহান মিয়া (৩২), শানখলা গ্রামের শহিদ মিয়ার পুত্র শাহীন মিয়া (২১), পূর্ব পঞ্চাশ গ্রামের আব্দুল জলিলের পুত্র ওয়াহিদ মিয়া (২৩), মহিমাউড়া গ্রামের আব্দুল হাইয়ের পুত্র আব্দুল করিম জুনেদ (১৯), কাঠালবাড়ি গ্রামের আইদর আলীর পুত্র ইউসুফ (২৩), হলহলিয়া গ্রামের বাবুল মিয়ার পুত্র এনামুল হক (১৯), ডেউয়াতলী গ্রামের আব্দুল মন্নানের পুত্র জামাল মিয়া (২১), ফান্দ্রাইল গ্রামের মতিন মিয়ার পুত্র রিপন মিয়া (২৪), বরমপুর গ্রামের মহিদুল আলীর পুত্র নয়ন মিয়া (২২), দেউন্দি গ্রামের আনজব আলীর পুত্র আতর আলী (৪২), নুরুল ইসলাম (৪৩) ও বদরগাজী এলাকার ওয়াহিদ মিয়ার পুত্র সারাজ মিয়া (৩০)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “পরিবেশ ধ্বংসকারী অবৈধ বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
কেকে/বি