টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী)আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদ বলেছেন, তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক। এই মাদক থেকে তাদের দূরে রাখতে খেলাধুলা ও বিনোদনের বিকল্প নেই।
শনিবার (১১ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী চাঁনপুর কুড়িবাড়ী এলাকায় ঐতিহ্যবাহী হা ডু ডু খেলায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল আজাদ আরো বলেন, তরুণরা দেশ, জাতি ও সমাজের উজ্জ্বল নক্ষত্র। জাতির আগামী দিনের কর্ণধার। মাদকের হাত থেকে তাদের রক্ষায় অভিভাবকদের গুরুত্ব অপরিসীম। মাদকদ্রব্যের রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিতভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা জানিয়ে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। তিনি মসজিদের ইমামদের শুক্রবার নামাজের পূর্বে মাদকের ফল সম্পর্কে বয়ান দেওয়ার পরামর্শ দেন।
উক্ত খেলায় মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক নূরুল আলম মেম্বার, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, যুবদল নেতা মিনহাজ হোসেন, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেন, মধুপুর পৌর ছাত্রদল কর্মী রুমান হোসেন ও মাসুম রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এছাড়াও শনিবার রাতে মধুপুরের শলিখা এলাকায় বিএনপি নেতা কর্মী ও স্থানীয় এলাকাবাসীর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মধুপুর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নসহ ধনবাড়ী-মধুপুরের কর্নেল আজাদ সমর্থক বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/এআর