নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে ঢাকায় বিক্ষোভ শেষে ফেরার পথে নোয়াখালীর একটি যাত্রীবাহী বাস আটকে দিয়েছে কুমিল্লার বিক্ষুদ্ধ জনতা।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটেছে। আটক বাসটির নাম লাল সবুজ। বাসটি নোয়াখালী থেকে কুমিল্লা হয়ে ঢাকা সড়কে চলাচল করে।
কুমিল্লা জেলা পুলিশের দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুস্তাইন বিল্লাহ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।’
কেকে/এজে