কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় আলোচিত শিশু আফসি মণি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলার হ্নীলা বাজার চত্বরে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে নির্মমভাবে খুন হওয়া শিশু আফসি মণির হত্যাকারীদের বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, ‘নিরপরাধ এক শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে— এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।’
গত রোববার (৫ অক্টোবর) বিকালে হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া এলাকায় কানের দুলের লোভে শিশু আফসি মণিকে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে কথিত ভাড়া বাসার মালিকের ছেলে ফারেজ ও তার সহযোগীরা। পর দিন সকালে স্থানীয় ভাড়া বাসার বাড়ির পাশের পুকুর থেকে আফসির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
মানববন্ধনে আফসির পিতা মামুনুর রশীদ বাধন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার সোনামণিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি ন্যায়বিচার চাই। যারা এই ঘৃণ্য কাজ করেছে, তাদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন আর কোনো পিতা আমার মতো কষ্ট না পায়।’
মানববন্ধনে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মামুন, আলী আহম্মদ মেম্বার, ব্যবসায়ী বাহাদুর শাহ তপু, আবছার কামাল নোবেল, অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী, আব্বাস আলী, আবু বক্কর আল মাসুদ ও শিক্ষক সায়েম সিকদার।
বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, আফসি হত্যার সঙ্গে জড়িত খুনি ফারেজসহ সব আসামিকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি নিশ্চিত করা হোক।
মানববন্ধন শেষে আফসির আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কেকে/ এমএ