শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫,
১৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
শিরোনাম: কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড      নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি      শুক্রবার থেকে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু      বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪      দুদকের সামনে ককটেল বিস্ফোরণ      বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      
প্রিয় ক্যাম্পাস
শিক্ষার্থীদের মানবিক মানুষ হতে হবে: গাকৃবি ভিসি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৫:৫৮ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

সত্যকে গ্রহণ করে জীবনের সর্বস্তরে মানবিক মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। 

শুক্রবার (২২ আগর্স্ট) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত অভিভাবকবৃন্দের মতবিনিময় সভায় হাই স্কুল শিক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার সাবির্ক মানোন্নয়ন ও উৎকর্ষ সাধনের লক্ষ্যে অনুষ্ঠিত অভিভাবকগণের মতবিনিময় সভায় উপাচার্য আরো বলেন, ‘প্রত্যেক অভিভাবকগণকে তাদের সন্তানদের বিষয়ে যত্নবান হওয়া জরুরি। এক্ষেত্রে প্রতিনিয়ত শিক্ষার্থীদের শিক্ষাসম্বন্ধীয় কার্যক্রম খেয়াল রাখবে হবে।’ তবে শিক্ষার্থীরা প্রযুক্তির সহায়তা নিয়ে ভালোকে গ্রহণ ও মন্দকে দূরে রেখে উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন উপাচার্য।

মতবিনিময় সভায় গাকৃবি হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্বাস উদ্দিন সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন গাকৃবি হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য প্রফেসর ড. মো. আজিজুল হক এবং মমরাজ আলমসহ হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন গাকৃবি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক দীপক লাল ভৌমিক। এরপর শিক্ষার্থীরা মতামত ও অনুভূতি ব্যক্ত করেন। 

শিক্ষার্থীরা তাদের অনুভূতি জুড়ে স্বপ্ন, লক্ষ্য অর্জন করার অনুপ্রেরণার কথা তুলে ধরেন। এ সময় তাদের কণ্ঠে ছিল উত্তরণের আশা, ভবিষ্যতের দৃঢ় প্রত্যয়। অন্যদিকে শৃঙ্খলা, নিয়মনীতি ও কঠোর অধ্যবসায় এর মাধ্যমে জীবনে সর্বোচ্চ সফলতা আনয়নের তাগিদ দিয়ে হাই স্কুলের শিক্ষকবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার মানোন্নয়নের উপর বক্তব্য রাখেন। পরে উপস্থিত অভিভাবকবৃন্দের নিকট থেকে সুচিন্তিত মতামত আহ্বান করেন উপাচার্য। উপস্থিত অভিভাবকবৃন্দ সুনির্দিষ্ট মতামত প্রদান করলে উপাচার্য ধৈর্য সহকারে শুনেন এবং উপস্থাপিত মতামতসমূহের সফল বাস্তবায়নের জন্য যাবতীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন। 

অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে এ মহতী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো গাকৃবি হাই স্কুলও একদিন দেশসেরা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে এ প্রত্যাশা উপস্থিত সকলের।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড
নেতৃত্বের অযোগ্যতায় পিছিয়ে পার্বত্য চট্টগ্রাম: সাদিক কায়েম
কুমিল্লায় কাফনের কাপড় পরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
সমাজ পরিবর্তনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে: তাওহিদুল ইসলাম
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা
সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close