কুমিল্লা নগরীতে চাঁদাবাজি করতে গিয়ে মোহাম্মদ সায়েম (২২) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুমিল্লার বিসিক শিল্প নগরীর জান্নাত ফুডস নামের একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
নিহত সায়েম রংপুরের মোহাম্মদ আমিন উল্লাহর ছেলে। তিনি ১৫-১৬ বছর পূর্বে কুমিল্লা নগরীর বিসিক এলাকায় একটি ভাড়া বাসায় উঠেন। এরপর থেকে সেখানে বসবাস শুরু করেন। সেখানেই চাঁদাবাজি, ছিনতাইসহ নানান অপরাধে জড়িত হয়ে পড়েন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা এবং ওয়ারেন্ট।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নগরীর বিসিক শিল্প নগরীর আশোক তলার এসআলম স্টিল ভবনের নিচ তলার জান্নাত ফুডস কারখানাসহ বিসিক এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিলেন সায়েম ও তার সঙ্গীরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পূর্বের ন্যায় জান্নাত ফুডসে এসে চাঁদাবাজির চেষ্টা করেন সায়েম। এসময় কারখানার শ্রমিকরা তাকে আটক করে গণপিটুনি দেন।
পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর খবর পেয়ে নিহত সায়েমের সঙ্গীয় লোকজন জান্নাত ফুডসে এসে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, নিহত সায়েমের বিরুদ্ধে চুরি, ছিনতাই এবং চাঁদাবাজিসহ বেশ কিছু মামলা রয়েছে। নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
কেকে/ এমএস