বাগেরহাটের মোংলায় বিশেষ অভিযানে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮টি পা উদ্ধারসহ এক হরিণ শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার সাইলো সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় হরিণ শিকার করে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা মাংস ও পা জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে এক শিকারিকে আটক করা হয়।
পরে জব্দকৃত হরিণের মাংস ও আটক শিকারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরো বলেন, ‘বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’
কেকে/ এমএস