সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
প্রিয় ক্যাম্পাস
সাংবাদিক হেনস্থার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৯:৫৮ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস ও বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও মারধরের হুমকি দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম হৃদয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সাংবাদিকেরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার সময় উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রারসহ শীর্ষ প্রশাসনের উপস্থিতি সত্ত্বেও ছাত্রদল নেতা হৃদয় সাংবাদিকদের প্রতি উগ্র ও হুমকিমূলক আচরণ করেন। এরপরও প্রশাসন, কেন্দ্রীয় ছাত্রদল কিংবা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কেউ কোনো ব্যবস্থা নেয়নি।

ভুক্তভোগী সাংবাদিক আশরাফুল আলম বলেন, “ছবি ও ভিডিও ধারণের সময় হৃদয় অশ্রাব্য ভাষায় সাংবাদিকদের সরতে বলেন। পরিচয় দেওয়ার পর তিনি আমাকে ‘বেয়াদব’ বলে সম্বোধন করে থাপড়ানোর হুমকি দেন।”

সাংবাদিক রোহান চিশতী বলেন, ‘ঘটনার প্রতিবাদ জানাতে গেলে তাকেও মারতে উদ্যত হন হৃদয়।’

বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জান্নাতী বেগম বলেন, ‘সাংবাদিকদের হেনস্তার ঘটনা কেবল পেশাগত অপমান নয়, এটি বিশ্ববিদ্যালয়ে এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করছে। এখনো প্রশাসন কিংবা ছাত্রদলের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়া অত্যন্ত লজ্জাজনক।’

বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবু ইসহাক অনিক বলেন, ‘শিক্ষার্থী কিংবা প্রশাসনের যে কেউ সমস্যায় পড়লে সবার আগে এগিয়ে আসে সাংবাদিকরা। এই সাংবাদিকরাই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সংবাদ প্রচার ও প্রসারের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরে। সেখানে ক্যাম্পাস সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে মারার হুমকি দেয়া ফ্যাসিবাদি চর্চার বহিঃপ্রকাশ। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে সুষ্ঠু বিচার দাবি করছি।’

বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত জাহান কিবরিয়া বলেন, ‘গতবছর ছাত্রলীগের হামলার ঘটনায়ও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। এখন ছাত্রদলের হুমকির বিষয়েও নীরবতা পালন করছে। তাহলে আমাদের নিরাপত্তা কোথায়?’

সাংবাদিকেরা আরো বলেন, এ ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ে এ ধরনের অনিয়ম চলতে থাকলে ক্যাম্পাসে পেশাদার সাংবাদিকতা টিকিয়ে রাখা কঠিন হবে। তারা দ্রুত সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম হৃদয় ‘বিশেষ বিবেচনায়’ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তরে ভর্তি হন বলে জানিয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন। শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন, বারবার ফেল করে ছাত্রত্ব হারানো একজন শিক্ষার্থী কীভাবে পুনরায় ভর্তি হওয়ার সুযোগ পেলেন?

বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব মো. শওকত জাহান কিবরিয়া, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বাপন, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোহান চিশতী, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জান্নাতী বেগম, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবু ইসহাক অনিক, দপ্তর ও প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম সাজ্জাদসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

এদিকে, মানববন্ধন শেষে সাংবাদিকেরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার প্রতিবাদ জানান এবং লিখিত অভিযোগ দাখিল করেন। উপাচার্য আশ্বাস দিলেও ‘বিশেষ বিবেচনায়’ ছাত্রত্ব প্রদানের বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close