যশোরের কেশবপুর উপজেলা পরিষদের আয়োজনে অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।
মতবিনিময়ে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী, হরি-ঘ্যাংরাইল অববাহিকার জলাবদ্ধতা নিরসন কমিটির সভাপতি পাউবো’র সাবেক সদস্য বিএনপি নেতা মহির উদ্দিন বিশ্বাস, চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, জামায়াতে ইসলামী পৌর শাখার সভাপতি জাকির হোসেন, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুলসহ ভুক্তভোগী এলাকার সুধীজন।
এছাড়া উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের এসডিই সুমন শিকদার।
সভায় দ্রুত পানি নিষ্কাশনের জন্য শনিবার নৌকাযোগে কাশিমপুর থেকে বড়েঙ্গা অভিমুখে সরেজমিন পরিদর্শন শেষে পানি নিষ্কাশনের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কেকে/এজে