রংপুরের গঙ্গাচড়ায় অবৈধ বালুর পয়েন্ট থেকে দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় নুর মোহাম্মদ (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের সাতানী শেরপুর ছিটমহল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নুর মোহাম্মদ ওই এলাকার লিয়াকত আলীর ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান।
তিনি বলেন, কি কারণে শিশুদের হত্যা করা হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় পুলিশ নুর মোহাম্মদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান এলাকার জাকিরুল ইসলামের ছেলে মারুফ মিয়া (৬) ও একই এলাকার আব্দুর রশিদের ছেলে আব্দুর রহমান (৭) বিদ্যালয় বন্ধ থাকায় মঙ্গলবার বাড়ি থেকে খেলতে বের হয়। এরপর তারা আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর বুধবার দুপুরে বাড়ি থেকে ৩’শ মিটার দূরে বালুর পয়েন্ট থেকে স্থানীয়রা গলায় রশি পেঁচানো মারুফ মিয়ার মরদেহ উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ওই পয়েন্ট থেকে আব্দুর রহমানেরও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহত শিশু আব্দুর রহমানের বাবা আব্দুর রশিদ বাদি হয়ে গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা করেন।
কেকে/ এমএস