রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) চলতি (২০২৫-২৬) অর্থবছরে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য শিক্ষার্থীদের জন্য ৫টি বাস, শিক্ষকবৃন্দের একটি কোস্টার এবং কর্মচারীগণের জন্য ১টি বাস ভাড়া নেওয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
বুধবার (৬ আগস্ট) ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য যানবাহন ভাড়া নেওয়ার অনুমোদন দেয়া হয়।
এর আগে, প্রায় আট হাজার শিক্ষার্থীর বিপরীতে মাত্র পাঁচটিবাস দিয়ে চলছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা। ফলে নিয়মিত বাদুড়ঝোলা হয়ে যাতায়াতে বাধ্য হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত একতলা বাসগুলোতে ৩:৩০ ও ৫:১০ এর ট্রিপে অন্তত ৭০ থেকে ৭৫ জন শিক্ষার্থী উঠেন, যেখানে বাসে সিট সংখ্যা মাত্র ৪০-৪৫ টি। বাকিরা পুরো সময় দাঁড়িয়েই থাকেন। এমনকি কেউ কেউ ঝুলে থাকেন গেটের সাথে। মেয়ে-ছেলে একত্রে দাঁড়িয়ে যাওয়ার পথে হালকা ব্রেক করলে অনেক সময় গায়ে পড়ে যাওয়ার মতো লজ্জাজনক ঘটনা ঘটতে দেখা যায়।
অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মামুন মিয়া বলেন, প্রশাসনের এ ধরনের কর্মপ্রচেষ্টা আমাদের প্রয়োজন ও আকাঙ্ক্ষার প্রতি সংবেদনশীলতার পরিচায়ক। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের কল্যাণে যেসব শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এসব উদ্যোগ শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলছে।
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাই। তারা আমাদের চাহিদাগুলো উপলব্ধি করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে। এটি সত্যিই আমাদের মনে আশার সঞ্চার করে।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও প্রশাসন এ ধারা অব্যাহত রাখবে এবং শিক্ষার্থীদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে আরো কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, ইউজিসি কর্তৃক এই নির্দেশনা প্রদানের ফলে বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে ৭টি বাস সংযুক্ত হবে। খুব দ্রুতই বাস ভাড়া চুক্তি সম্পাদনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ৫টি বাস, শিক্ষকবৃন্দের একটি কোস্টার এবং কর্মচারীগণের জন্য ১টি বাস পরিবহন সেবায় নিয়োজিত হবে। এতে করে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের যাতায়াতে পরিবহন সংকট দূর হবে।
কেকে/ এমএস