‘শিল্পীর দূরদৃষ্টিতে ওয়েস্টেজ বা ফেলনা বলতে কিছু নেই, তাদের চোখে এই জীবনে সবই গুরুত্ববহুল’—একথা বলেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তফিজুল হক।
তিনি বলেন, ফ্যাশন শিল্পীদের বেলায়ও তাই ঘটেছে, তারা অব্যবহারযোগ্য বস্ত্রখন্ড দিয়ে তৈরি করেছে মানসম্মত আধুনিক পোশাক। অভিনব ডিজাইনের এসব ডেনিম পোশাক শুধু ব্যবহারযোগ্যই নয়, অত্যন্ত উন্নত ও লাভজনকও।
শনিবার (২ আগস্ট) শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত “জিরো ওয়েস্টেজ ডেনিম এক্সিবিশন” শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এই অনন্য প্রদর্শনীতে শিক্ষার্থীরা পুরাতন, পরিত্যক্ত ও পোশাক শিল্পে ব্যবহৃত ওয়েস্টেজ কাপড় ডেনিম পুনঃব্যবহার করে পরিবেশবান্ধব নতুন ডিজাইনের ডেনিম পোশাক তৈরি ও উপস্থাপন করেছে।
শনিবার সকাল থেকে উত্তরায় শান্ত মারিয়াম ফাউন্ডেশন ভবনে ক্রিয়েটিভ দ্য আর্ট গ্যালারিতে প্রায় দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য—বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে টেকসই ফ্যাশনের ধারণা ছড়িয়ে দেওয়া এবং তরুণদের মাঝে পরিবেশবান্ধব ফ্যাশন চর্চা উৎসাহিত করা।
এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহরোজ আরবিটি’র কো-ফাউন্ডার ডেনিম বিশেষজ্ঞ আরিফ লাবু, সাউদার্ন ক্লথিংয়ের ম্যানেজিং ডিরেক্টর তানভীর আহমেদ ও বিজিএমই-এসআইসিআইপি চীফ কো-অর্ডিনেটর মুনির চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ ডিজাইন অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন শিল্পী অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য ও অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ফারজানা মিতা। কোর্স মডিউল শিক্ষক সহকারী অধ্যাপক রাজীব দাস এই অনুশীলনমূলক কার্যক্রমের তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রদর্শনী দ্বিতীয় পর্বে প্যানেল ডিসকাশনে উপস্থিত অতিথিবৃন্দ বর্তমান প্রেক্ষাপটে পোশাক শিল্পের করণীয় এবং সাস্টেইনেবল ডেনিম শিল্পে শিক্ষার্থীদের করণীয় শীর্ষক দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ন বিভিন্ন বক্তব্য ও পরামর্শ প্রদান করেন l
উপস্থিত অতিথিবৃন্দ অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন টেকসই এই প্রদর্শনী’র মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা এবং পরিবেশ সচেতনতা প্রদর্শন করাসহ বাংলাদেশের অ্যাপারেল শিক্ষায় শৈল্পিকতা ও নতুনত্যের সুচনা ঘটাতে পেরেছে মর্মে ভূয়োসি প্রশংসা করেন।
কেকে/এজে