জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে শেরপুরের জেলার গারো পাহাড়ি এলাকায় এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকালে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী নয়াবিল ইউনিয়নের দাওধারা গারো পাহাড়ে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এতে কনটেন্ট ক্রিয়েটর, শিক্ষক ও গণমাধ্যমকর্মী এম. সুরুজ্জামান সভাপতিত্বে বক্তব্য রাখেন শেরপুর জেলার অন্যতম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মধু ভাই, আনোয়ার হোসেন মানিক, সুরুজ মিঞা, মোরছালিন, আবু সাইদ, সাখাওয়াত হোসেন ও হাসান মিয়া প্রমুখ।
এতে বক্তারা বলেন, সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক শুধু বিনোদনের জন্য নয়। এ প্লাটফর্ম থেকে শিক্ষা ও বিনোদনুলক কনটেন্ট তৈরি করে অনেকেই মাসে লাখ লাখ টাকা আয় করছেন। তাই ফেসবুকের কমিউনিটি গাইড লাইন মেনে প্রোফাইল বা আইডি পরিচালনা করতে হবে। এছাড়া দেশ ও জাতি গঠনে যে ধরনের কনটেন্ট এ শিক্ষা ও সামাজিক সচেতনতামুলক বিষয় রয়েছে সে ধরনের কনটেন্ট নির্মাণ করার পরামর্শও দেন তারা।
এই মিলন মেলায় ৭৫ জন উদীয়মান কনটেন্ট ক্রিয়েটর অংশগ্রহন করেন।
কেকে/ এমএস