মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে পাট কাটাকে কেন্দ্র করে মো. হায়দার মুন্সি (৪০) নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুর ১টার দিকে কাদিরপুর ইউনিয়নের হযরত আলী বেপারি কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত হায়দার মুন্সি ওই গ্রামের ইউনুস মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউনুস মুন্সি এবং শাহাবুদ্দিন বেপারীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন ইউনুস মুন্সি ও তার ছেলে হায়দার মুন্সি পাট কাটতে গেলে প্রতিপক্ষ শাহাবুদ্দিন বেপারী ও তার অনুসারীরা বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির পর সংঘর্ষে রূপ নেয়। এতে শাহাবুদ্দিন ও লাখু বেপারীর নেতৃত্বে কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে হায়দার মুন্সিকে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলী বলেন, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।
কেকে/এএম