রংপুর জেলার গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু গ্রামে হামলা, ভাঙচুর ও লুটতরাজের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।
বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেখানে উপস্থিত শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে বলেন, ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে পুরো গ্রামে যে ন্যক্কারজনক হামলা, সন্ত্রাসী কায়দায় ভাঙচুর ও লুটতরাজ করা হয়েছে তা আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ।
আমাদের দাবি সুপরিকল্পিতভাবে যারা মব তৈরির নেতৃত্ব দিয়েছে এবং যারা হামলার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার এবং তাদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।
কেকে/এএস