ঢাকার ধামরাইয়ে দেশীয় অস্ত্রসহ সেলিম (৪৩) নামে এক ডাকাতি মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৪ সিপিসি-২ এর কমান্ডার মেজর জালিস মাহমুদ খান।
গতকাল রাতে উপজেলার সুয়াপুর ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সেলিম ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের কুটিরচর এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গত ২১ জুলাই রাতে ধামরাইয়ের পাকিস্তান বাজারে ডাকাতির সময় ৮ ডাকাত গ্রেফতার হয়। এর মধ্যে কয়েকজন পালিয়ে যায়। গ্রেফতার ডাকাতরা তাদের কয়েকজনের নাম জানায়। এরই মধ্যে তাদের নেতা সেলিমের নামও প্রকাশ করে। এ ঘটনায় ধামরাই থানায় মামলা করা হয়। সে অনুযায়ী অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি রামদা, একটি হাসুয়া, একটি ছুরি, একটি দা, একটি খুর ও ডাকাতিতে ব্যবহারের এক সেট পোশাক উদ্ধার করা হয়।
র্যাব-৪ সিপিসি-২ এর কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ডাকাতি প্রতিরোধে র্যাবের অভিযান চলমান থাকবে।
কেকে/এএম