সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      
দেশজুড়ে
কিশোরগঞ্জ-১: গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে আবু হানিফের নাম ঘোষণা
হারিছ আহমেদ, কিশোরগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১০:৪৯ পিএম
আবু হানিফ। ছবি : প্রতিনিধি

আবু হানিফ। ছবি : প্রতিনিধি

বাংলাদেশের নতুন প্রজন্মনির্ভর রাজনৈতিক প্ল্যাটফর্ম গণঅধিকার পরিষদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে দলীয় প্রার্থী হিসেবে আবু হানিফ-এর নাম ঘোষণা করেছে। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রথম ধাপের প্রার্থীতালিকা প্রকাশ করেন দলটির যুগ্ম মহাসচিব হাসান আল মামুন।

ঘোষণা অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আবু হানিফ বর্তমানে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইতোমধ্যে কিশোরগঞ্জ-১ এলাকায় ট্রাক মার্কা প্রতীকে ব্যাপক গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা শুরু করেছেন। এলাকাবাসীর ব্যাপক আগ্রহ ও সম্পৃক্ততায় তার প্রচারণা প্রাণবন্ত হয়ে উঠেছে।

এ বিষয়ে প্রার্থী আবু হানিফ বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও দেশের জনগণ প্রকৃত অর্থে নাগরিক অধিকার থেকে বঞ্চিত। মানুষ দুই দলের শাসনের সীমাহীন দুর্নীতি, দুঃশাসন ও দমননীতি প্রত্যক্ষ করেছে। এখন জনগণ পরিবর্তন চায় তারা চায় কল্যাণমুখী, জনমুখী নেতৃত্ব। অবৈধ টাকা ও পেশিশক্তির রাজনীতি জনগণ আর মেনে নিতে প্রস্তুত নয়। আমরা বিশ্বাস করি, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে জনগণের শক্তিই বিজয়ী হবে।’

আবু হানিফ ছাত্রজীবন থেকেই একটি গণতান্ত্রিক, দায়িত্বশীল ও মানবিক রাজনীতির পক্ষে সোচ্চার। তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে জাতীয়ভাবে পরিচিতি লাভ করেন। সে সময় থেকেই তাকে সরকারের রাজনৈতিক নিপীড়ন, মিথ্যা মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে।

সবশেষ ২০২৫ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থান আন্দোলনের শুরুতে যাত্রাবাড়ী এলাকায় নেতৃত্ব প্রদানকালে তাকে র‍্যাব কর্তৃক নারায়ণগঞ্জ থেকে তুলে নেওয়া হয়। দুদিন গুম করে রাখার পর তাকে কারাগারে পাঠানো হয়। ৬ আগস্ট শেখ হাসিনার পতনের পর তিনি মুক্তি লাভ করেন।

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে কিশোরগঞ্জ-১ আসনে আবু হানিফ-এর মতো ত্যাগী, সৎ ও আন্দোলননির্ভর প্রার্থীর বিজয়ের মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠিত হবে যা জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে সুদৃঢ় ভূমিকা রাখবে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   গণঅধিকার পরিষদ   নাম ঘোষণা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক
বিপর্যস্ত বাংলাদেশের সামনে দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা
ভাইরাল গরুচোর সবুজসহ গ্রেফতার ৫
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ
যখন জনগণ জানে না, তখন গণভোট অর্থহীন

সর্বাধিক পঠিত

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি
ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
ইমপোর্টার-এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close