শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক      বাংলাদেশকে আলাদা কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র : প্রেস সচিব      
দেশজুড়ে
রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষের হত্যা মামলায় গ্রেফতার ৫
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৭:২৬ পিএম
রৌমারী থানা। ছবি : প্রতিনিধি

রৌমারী থানা। ছবি : প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে জমাজমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের তিন জনকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ জুলাই) সকালে স্বজন শাহ জামাল বাদি হয়ে রৌমারী থানায় ৩৪ জন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮-১০জনের নামে মামলা করেছেন। তবে গ্রেফতারকৃতদের নাম-ঠিকানা দিতে অস্বীকৃতি জানান পুলিশ।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়েনের ভন্দুচর সীমান্ত এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, ভুলু মিয়া (৬০), ফুলবাবু (৪৫) ও তাদের ভাতিজা নূরুল আমিন (৪২)।
 
আহতরা হলেন, মজিদ মিয়া, মজনু মিয়া, আরিফ হোসেন, ফুলো রানী, আপেল মিয়া ও বুলু মিয়া। তারা উপজেলার সদর ইউনিয়নের ভন্দুরচর এলাকার বাসিন্দা।

জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে আপেল গংয়ের সঙ্গে একই এলাকার শাহ জামালদের বিরোধ চলে আসছে। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে শাহ জামাল গংয়ের জমিতে পানি দিতে গেলে বাধা দেয় আপেল গং। এ সময় তর্কবিতর্কের এক পর্যায়ে অস্ত্রশস্ত্র নিয়ে শাহ জামাল গংয়ের ওপর হামলা করেন তারা। এতে শাহ জামালের পক্ষের তিনজন নিহত হন। আহত হন উভয়পক্ষের ছয়জন। তাদের মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আর দু’জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়।

মামলার বাদি শাহ জামাল বলেন, গত ১৯ জুলাই, আমার বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও আমার স্ত্রীকে মারধর করে অভিযুক্ত আপেল গং। এ ঘটনায় ওইদিনেই বাদি হয়ে রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করে তার ছেলে আরিফ হোসেন। এতে পুলিশ তদন্তে যায়। পরে থানায় যোগাযোগ করা হলে, তারা (পুলিশ) বলেন, প্রসিকিউশন মামলার জন্য কোর্টে পাঠানো হয়েছে। অনুমতি পেলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার অতর্কিত হামলা চালিয়ে আমার আপন ছোট দুই ভাই ও বড় ভাইয়ের ছেলেকে হত্যা করেছে আপেল গংরা। দ্রুত আসামিদের গ্রেফতার করে বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান তিনি।

চাঞ্চল্যকর এ ঘটনার বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমানের সাথে যোগাযোগ করার জন্য থানার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করলে তা বন্ধ পাওয়া যায়। 

কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞত ৮-১০ নামে মামলা হয়েছে। এতে এজাহারভুক্ত তিন জন ও তদন্তপ্রাপ্ত দুইজনসহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। 

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শালিখায় বাড়ছে পাটকাঠির কদর
গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
জামায়াতে এ দেশের স্বাধীনতা চায়নি : সুমন
সাতক্ষীরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট

সর্বাধিক পঠিত

‘হেফাজতের সাথে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নাই’
‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
সুলতানগঞ্জকে যদি বন্দর করা যায় তাহলে করা হবে: ড. এম সাখাওয়াত
নওগাঁয় চক্ষু হাসপাতালের উদ্বোধন
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close