সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
প্রিয় ক্যাম্পাস
কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএস ও এমএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১০:৪৬ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

বিদ্যার্থীমনকে উজ্জীবিত করতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হলো সামার ২০২৫ টার্মে নবভর্তি আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের বর্ণাঢ্য অরিয়েন্টেশন অনুষ্ঠান। অনুষ্ঠানে ছিল ঐতিহ্য, গবেষণা, শৃঙ্খলা ও স্বপ্নের সম্মিলন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, শিক্ষক, প্রভোস্ট, কর্মকর্তা-কর্মচারী এবং বিএস এর ৪৩৫ জন, এমএস এর ৪৮ এবং পিএইচডি’র ৪ জনসহ মোট ৪৮৭ জন নতুন শিক্ষার্থী তাদের অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের সূচনালগ্নে জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনার্থে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর প্রদর্শিত হয় বিশ্ববিদ্যালয়ের গৌরবময় অর্জন ও চলমান গবেষণাভিত্তিক কার্যক্রম নিয়ে একটি হৃদয়গ্রাহী তথ্যচিত্র। এতে উঠে আসে কৃষি, প্রযুক্তি ও টেকসই উন্নয়নের পথে বিশ্ববিদ্যালয়ের দীপ্ত পদচারণার চিত্র। পরে নবীনদের সামনে এ বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতি জানিয়ে প্রাণবন্ত স্বাগত বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার। অনুষদভিত্তিক শিক্ষার্থীরা নিজেদের অনুভূতির ঝরনা ঝরিয়ে বলেন তাদের স্বপ্ন, লক্ষ্য ও নতুন জীবনযাত্রা শুরু করার অনুপ্রেরণার কথা। আর তাদের কণ্ঠে ছিল উত্তরণের আশা, ভবিষ্যতের দৃঢ় প্রত্যয়। 

শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নিয়মনীতি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। প্রক্টরের কন্ঠে ব্যক্ত হয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইনের প্রতি স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা রেখে উজ্জ্বল জীবন বিনির্মাণের। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের প্রেরণাদায়ী বক্তব্যে শিক্ষার্থীদের জীবনকে গড়ার আহ্বান জানান। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য সাম্প্রতিক উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজের ট্র্যাজেডি এবং জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আহতদের আরোগ্য কামনা করে বক্তব্য শুরু করেন। 

বিশ্ববিদ্যালয়ে নবাগতদের স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, ‘কৃষি বিজ্ঞান এমন একটি বিজ্ঞান যেখানে সকল বিজ্ঞান অবস্থিত। তাই জীবনের লক্ষ স্থির রেখে এখনই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে সুন্দর ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।’ 

এ সময় উপস্থিত অভিভাবকদের সচেতন থেকে শিক্ষার্থীদের মানবিক মানুষ হবার আহ্বান করে বক্তব্য শেষ করেন তিনি। নতুন দিনের প্রত্যয়ে, নবীনদের মুখে ছিল হাসি, হৃদয়ে ছিল স্বপ্ন, আর আকাশছোঁয়া আশা নিয়ে পরিসমাপ্তি ঘটে এ মনোমুগ্ধকর অনুষ্ঠানের। 

উল্লেখ্য, বিকেল ৩ টায় নবাগত শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে উপাচার্য সৌজন্য মতবিনিময় করেন।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বোয়ালমারীতে বিনোদনের কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে উপজেলা শিশু পার্ক
জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
গাজায় যুদ্ধ শেষ, মধ্যপ্রাচ্য এখন স্বাভাবিক : ট্রাম্প
ধর্মের অপব্যবহার বাড়ছে
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপির কর্মী সভা

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close