সোনাগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে সোনাগাজী মো. ছাবের মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ সোহাগের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা।
ছবি : প্রতিনিধি
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজিদ আকন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা, পৌর যুবদলের সদস্য সচিব রাসেল হামীদি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাফেজ হিজবুল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. মজির উদ্দিন চৌধুরী, উপসহকারী কর্মকর্তা আশরাফ পাটোয়ারী, মাহমুদ আলম টিপু, আজিজ উল্লাহ, রহিম উল্যাহ, মোতাহের হোসেন, প্রতাপ চন্দ্র নাথ, আরিফুল ইসলাম, নাঈমুল ইসলাম নাজনীন সুলতানা, নীপা রানী ভৌমিক, মোহাম্মদ হানিফ প্রমুখ।
মেলায় আটটি প্রদর্শনী স্টল স্থান পেয়েছে। এরমধ্যে চারটি নার্সারি।