পটুয়াখালীর দশমিনায় স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে আসেন বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. সাইফুল ইসলাম, পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মো.খালেদুর রহমান মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান প্রমূখ।
দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, রোববার সকাল ১১ ঘটিকার সময় হঠাৎ পরিদর্শনে আসেন বরিশাল বিভাগীয় পরিচালক(স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো.সাইফুল ইসলাম সহ পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মো.খালেদুর রহমান মিয়া। স্বাস্থ্য কমপ্লেক্সের চারপাশের পরিবেশ, বিভিন্ন ওয়ার্ড এ ঘুরে রোগীদের সাথে কথা বলেন সেবার মান সম্পর্কে জানতে চান। পরে প্রসূতি বিভাগে গিয়ে প্রসূতি নারীদের সেবার মান নিয়ে দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের সাথে নারী সেবাদানে শতভাগ সতর্ক থাকার পরামর্শ দেন। স্বাস্থ্য সেবা থেকে সাধারণ জনগণ কোনো প্রকার অবহেলার স্বীকার না হয় সে বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমানকে এ পরামর্শ দেন ওই পরিচালক।
ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, আজকে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে আসি। হাসপাতালের সেবার মান কতটুকু সাধারণ জনগণের স্বাস্থ্য বান্ধব তা স্ব চোখে দেখার জন্য আসা। এখানে ৫০ শয্যা হাসপাতালে রোগীর সংখ্যা বেশি। আজকে ১শত ৯জন রোগী ভর্তি আছে তাদের সাথে কথা বলেছি খোঁজ খবর নিলাম প্রসূতি সেবা ওয়ার্ডে গিয়ে দেখলাম গত জুন মাসে ৩৮জন মায়ের নরমাল ডেলিভারি হয়েছে এবং জুলাই মাসে এ পর্যন্ত ১৭ জনের নরমাল ডেলিভারি হয়েছে। ডাক্তার সংকটের বিষয় প্রতিনিধি জানতে চাইল জবাবে তিনি জানান ডাক্তার সংকট তবে তা থাকবে না। দীর্ঘদিন চালক না থাকায় সরকারি অ্যাম্বুলেন্স সেবা থেকে রোগীরা বঞ্চিত ছিলো আজ চালক যোগদান করেছে সরকারি ভাবে এখন থেকে অ্যাম্বুলেন্স চলবে। সবদিক মিলিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিবেশ সন্তোষজনক। ঔষধ সংকটের বিষয় জানান নতুন বাজেট হয়েছে ঔষধ কিনতে যতটুকু সময় লাগবে আশা করছি দ্রুত সময়ের মধ্যে এ সংকট কেটে যাবে।
কেকে/ এমএস