গাজীপুরের শ্রীপুরে নদী দখল ও দূষণের অভিযোগে অভিযুক্ত এক্স সিরামিক্স কারখানাকে ‘গ্রিন ফ্যাক্টরি’ অ্যাওয়ার্ড দেওয়ায় ফুসে উঠছে পরিবেশবাদী ও সামাজিক সংগঠন, শিক্ষকসহ সাধারণ মানুষ। তারা নিজ নিজ ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে করছেন সমালোচনা।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে বাংলাদেশ নদী পরিব্রাজক দল, রিভার অ্যান্ড নেচার ফাউন্ডেশন, শ্রীপুর সাহিত্য পরিষদ এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দসহ শিক্ষক ও সাংবাদিক শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এ পুরস্কার প্রত্যাহারের আবেদন জানায়।
পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ওই কারখানার ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ প্রত্যাহারসহ নদীর দখলকৃত জায়গা ফেরত দেওয়া ও কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
গাজীপুরের শ্রীপুরের লবলং নদী দখল ও দূষণ করা এবং হাজার হাজার বিঘা কৃষিজমি নষ্টের পরও এক্স সিরামিক্স শিল্প প্রতিষ্ঠানকে গ্রিন অ্যাওয়ার্ড দেওয়ায় নিন্দা এবং পুরস্কার পুনর্বিবেচনার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর যৌথ আবেদন করেন পরিবেশবাদী ও সামাজিক ৪টি সংগঠন।
এক্স সিরামিক্স কারখানাটি গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বহেরারচালা এবং মাওনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর বেলতলী গ্রামের অবস্থিত। ২৪ জুন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫’ দেন। বিশেষ অতিথি ছিলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। বেশ কয়েকটি কারখানাসহ ওই কারখানাকেও গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড সম্মাননা প্রদান করা হয়।
রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন বলেন, যে কারখানা আমাদের প্রাণের নদী লবলংকে গিলে ফেলেছে তাকে দেওয়া হয়েছে সম্মাননা। তিনি তার ফেসবুকে লিখেছেন, আসলে দোষ কাকে দেবেন? আশ্চর্য ও হতবাক হয়েছি। যে কারখানা আমাদের প্রাণের নদ লবলংকে গিলে ফেলেছে, তাকে দেওয়া হয়েছে সম্মাননা! সরকারের পরিবেশবান্ধব শিল্প উদ্যোগের স্বীকৃতিস্বরূপ এ সিরামিক্স কারখানা ২০২৫ সালের গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেয়েছে। শাবাশ শ্রম মন্ত্রণালয়! আমরা শ্রম মন্ত্রণালয়ের ওই অ্যাওয়ার্ড কমিটির এমন বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি।
রিভার এন্ড নেচার ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, এই কারখানার কারণে উজানে শতাধিক বিঘা জমিতে দূষিত পানি জমে থাকায় প্রায় এক যুগ যাবৎ চাষাবাদ দূরের কথা, কৃষক জমিতেই নামতে পারে না। দিনদিন এ কারখানার দখল ও দূষণের ভয়াবহতা বেড়েই চলেছে।
বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর উপজেলা শাখার সভাপতি সাঈদ চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, এক্স সিরামিক্স গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেয়েছে! এর তীব্র নিন্দা জানাচ্ছি। জবাব চাই, কারা ছিল এ পুরস্কার কমিটিতে? তিনি আরো লিখেছেন, যে ফ্যাক্টরির জন্য হাজার হাজার বিঘা জমি চাষের অনুপযোগী, যাদের জন্য একটি এলাকার ভূগর্ভস্থ পানি হুমকির মুখে, যাদের বিরুদ্ধে মামলা আছে, সেই ফ্যাক্টরি পেল গ্রিন অ্যাওয়ার্ড!
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এক্স সিরামিকস কারখানার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান তালুকদার শামীম বলেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা প্রতি মাসেই আমাদের কারখানা ভিজিট (পরিদর্শন) করে। আমরা ২০০৯ সাল থেকেই ইটিপি এক্সিকিউট করি এবং সচল। এটা আমরা ফেলে দেয় না। আমাদের কারখানার ব্যবহৃত পানিসহ কোনো পানি খালে যায় না। পরিবেশ অধিদপ্তর থেকে বিভিন্নভাবে তদন্ত এবং পরীক্ষা করে দেখেছে। আমাদের ইটিপি পার আওয়ার ৩ লাখ লিটার ক্যাপাসিটি রয়েছে। ক্যানেলের বাহিরের চওড়ার চেয়ে আমাদের কারখানার ভিতরে ক্যানেলের চওড়া আরো বেশি এবং কোনো বাধা নেই।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরেফিন বাদল বলেন, আমার জানামতে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দিয়ে থাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এটি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পরপরই পরিবেশ অধিদপ্তরের একটি প্রতিনিধিদল এক্স সিরামিক্স কারখানা পরিদর্শন করেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী পরিবেশ মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠানো হবে। কারখানার ছাড়পত্রের আবেদন স্থগিত রাখা হয়েছে। কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে, তারা কোনো জবাব দেয়নি।
কেকে/এএস