কক্সবাজারে সমুদ্রে নেমে পানিতে তলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন দুই শিক্ষার্থী।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে হিমছড়ি বিচে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর এম সাদমান রহমান সাবাব ঢাকার মিরপুরের কে এম আনিছুর রহমানের ছেলে। এছাড়া নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন- অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তাদের বাড়ি বগুড়ায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৪ জন শিক্ষার্থী কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যান। সকালে ৩ জন হিমছড়ি বিচে নামেন। এক পর্যায়ে তলিয়ে যান তারা। পরে একজনের মরদেহ উদ্ধার করা হলেও বাকি ২ জন নিখোঁজ রয়েছেন। তারা তিনজনই বিশ্ববিদ্যালয়ের শহিদ মো. ফরহাদ হোসেন হলে থাকেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ৩জন শিক্ষার্থী আজ কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে নেমে নিখোঁজ হয়েছেন। তিনজনই ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। কে. এম. সাদমান রহমান সাবাবের মৃতদেহ পাওয়া গেলেও আসিফ আহমেদ, অরিত্র হাসান এখনো নিখোঁজ রয়েছেন। আমাদের সহকর্মী ও সহকারী প্রক্টর সাঈদ বিন কামাল চৌধুরী, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি শোহাইব স্যার, রবি স্যার ও ফয়সাল স্যার ইতোমধ্যে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছেন। বিভাগে খবর নিয়ে জানা গেছে এটি বিভাগীয় কোন সফর ছিল না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী কে. এম. সাদমান রহমান সাবাব এর আকস্মিক মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা একই বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আরো দুই জন মেধাবী শিক্ষার্থী অরিত্র হাসান ও আসিফ আহমেদের নিখোঁজ থাকার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
উপাচার্য ও উপ-উপাচার্য এক শোক বার্তায় মেধাবী শিক্ষার্থী সাবাবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এ শিক্ষার্থীর মৃত্যুশোক যাতে তার পরিবার-পরিজন কাটিয়ে উঠতে সক্ষম হন, সেজন্য তারা পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করেন। একইসাথে নিখোঁজ দুই জন শিক্ষার্থী যাতে দ্রুত আমাদের মাঝে ফিরে আসে মহান আল্লাহর দরবারে তারা সে প্রার্থনা করছেন।
উল্লেখ্য, নিখোঁজ দুই জন শিক্ষার্থী উদ্ধারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় উদ্ধার কাজ চলমান রয়েছে।
কেকে/ এমএস