সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
খোলাকাগজ স্পেশাল
আবারো বিতর্কে এনসিপি
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১১:৫২ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে নতুন গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে। টাকায় লোক ভাড়া করে আনাসহ উঠেছে নানা অভিযোগ। আরো অভিযোগ উঠেছে, সারা দেশ ভ্রমণ করলেও আহত জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের ঠিকমত খোঁজ নিচ্ছে না নেতারা। এই বিষয়গুলো নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অনেককে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় এনসিপির পদযাত্রায় ভাড়ায় লোক এনে টাকা না দেওয়া ক্ষোভ জানিয়েছে কয়েকজন নারী। ভিডিওতে এক নারীকে বলতে শোনা যায় ৫০০ টাকার কথা বলে ১০০ টাকা দিয়েছে, বাকি টাকা দেয়নি বলেও অভিযোগ করেন তিনি। এ সময় কাদের সমাবেশে আসছেন জানতে চাইলে ওই নারী বলেন, এটা বলতে পারবো না। আমাদের টাকা দিবে বলছে, আমরা আসছি। 

এদিকে গত মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করে এনসিপি। এতে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এর মধ্যেই নিজেদের নির্বাচনি যাত্রাও শুরু করে দিয়েছে দলটি। রংপুর ও কুড়িগ্রামের দুটি সংসদীয় আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। সদস্য সচিব আখতার হোসেনকে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর গত বুধবার এক পথসভায় দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদকে কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন সারজিস আলম। উত্তরের এ দুই জেলার দুই আসনে প্রার্থীদের নাম ঘোষণার মধ্য দিয়ে এনসিপি কার্যত তাদের নির্বাচনি যাত্রা শুরু করেছে। 

জুলাই পদযাত্রায় দলটির নেতাকর্মীদের প্রার্থী ঘোষণাকে ভালোভাবে দেখছেন না খোদ জুলাই-গণঅভ্যুত্থানের সহযোদ্ধারা। অনেককে এটা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করতে দেখা গেছে। তাদের ভাষ্য, পদযাত্রার মূল লক্ষ্য ছিল জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনার পুনর্জাগরণ। অথচ পদযাত্রার নামে দলটির প্রার্থী ঘোষণা ও অন্যান্য নির্বাচনি কার্যক্রম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। শহিদ পরিবার ও আহতদের খোঁজখবর নেওয়া দলটির প্রধান লক্ষ্য থাকার কথা থাকলেও বাস্তবে সেটা হয়নি। ফলে এ পদযাত্রাকে নির্বাচনি প্রচারণা ছাড়া আর কিছু বলার অবকাশ থাকছে না। 

অতিসম্প্রতি কুড়িগ্রাম জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতা হাসান জিহাদি নিজের ফেসবুক ওয়ালে এনসিপি নেতাদের কড়া ভাষায় সমালোচনা করে লিখেছেন “প্রবলেমটা খালি চোখে দেখতে পারবেন না, যারা সংশ্লিষ্ট আছেন ‘বৈছাআ’তে, তারাই জানে সমস্যাটা কোথায়। কেন্দ্রীয় সমন্বয়করা এখন এনসিপির কেন্দ্রীয় নেতা। কেউ উপদেষ্টা, কেউ বড়ো বড়ো নেতা। আগে যারা রিকশায় চড়ত, তারা এখন এসি গাড়িতে ঘুরে। কেউ কেউ তো এখন বন্দুকও রাখেন নিরাপত্তার জন্য। এসব নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু আমরা যারা মাঠে কাজ করেছি, যারা রাজপথে পুলিশের লাঠি খেয়েছি, তাদের খোঁজ কি একবারও নিয়েছেন?”

তিনি প্রশ্ন তোলেন রাজারহাটে শহিদ পরিবার ছিল, আহত কর্মীরা ছিল, কুড়িগ্রামে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল, তাদের একবার দেখা করলেন না? যারা আপনাদের দেখতে এল, তাদের সাথে আলাদাভাবে বসে কথা বলা যেত না?

হাসান জিহাদি তার স্ট্যাটাসে আরো লেখেন ‘জুলাই পদযাত্রা মানে কি ভোটের পদযাত্রা? নাকি শহিদদের স্মরণ, আহতদের পাশে দাঁড়ানো এবং আন্দোলনের সহযোদ্ধাদের সঙ্গে একত্রিত হওয়ার পদযাত্রা? যদি ভোটের রাজনীতিই করতে চান, তাও শহিদদের সম্মান রেখে করা যেত। এখন মনে হচ্ছে, শহিদদেরকেও শুধু ব্যবহার করেই ফেলা হয়েছে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না এনসিপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে জুলাইযোদ্ধা সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নাহিদ বলেন, উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া দেশগড়ার পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলছে। আমরা খুব শিগগির এটা দেশব্যাপী ছড়িয়ে দেব। শুধু ঢাকা নিয়ে উন্নয়ন নয়, উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে। তিনি বলেন, আপনারা জানেন ঢাকায় আমাদের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এটি প্রথমবার নয়, সাম্প্রতিক সময়ে দুই-দুইবার এই ঘটনাটি ঘটল। আমরা সারা দেশে পদযাত্রা করছি, মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখছি। আমাদের এই কর্মসূচিকে ব্যাঘাত ঘটানোর জন্য, ভয় দেখানোর জন্য এ ধরনের কার্যকলাপ করা হচ্ছে।তিনি আরো বলেন, আমরা আগের ঘটনায় মামলা করেছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নতুন রাজনৈতিক দলের নিরাপত্তা যদি প্রশাসন দিতে না পারে তাহলে হাজারো শহিদ ও আহতদের এবং দেশের মানুষের নিরাপত্তা এ প্রশাসন কীভাবে নিশ্চিত করবে। এই প্রশাসন কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করবে সেই প্রশ্ন আজ আমাদের মনে তৈরি হচ্ছে।

এ সময় নাহিদ ইসলামের সঙ্গে আরো ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও শহিদ সাজ্জাদ হোসেনের বাবা মো. আলমগীর। কবর জিয়ারতের সময় দোয়া পরিচালনা করেন নাহিদ ইসলাম। এর আগে সৈয়দপুরে জুলাই পদযাত্রা পৌঁছালে রেলওয়ে অফিসার্স ক্লাবের সামনে এনসিপির নীলফামারী জেলা আহ্বায়ক মোহাম্মদ আবদুল মজিদ ও স্থানীয় নেতা তানজিমুল আলমসহ অন্য নেতারা দলীয় প্রতিনিধিদের স্বাগত জানান।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  বিতর্ক   এনসিপি   জুলাই পদযাত্রা   কর্মসূচি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close