জুলাই ছাত্র আন্দোলনের ৩৬৫ দিন পূর্তি উপলক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৬.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎসহ গোবিপ্রবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় তারা জুলাই আন্দোলনকে স্মরণীয় করে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে ‘জুলাই-২৪’ নামে একটি গাছ রোপণ করেন।
গোবিপ্রবি ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, জুলাই শেষ হয়নি, আজ জুলাইয়ের ৩৬৫ দিন পূর্ণ হলো। এই জুলাইকে মানুষ যাতে যুগ যুগ ধরে মনে রাখে সেই প্রত্যাশায় জুলাইয়ের প্রতীক হিসেবে জুলাই ২৪ নামে একটি গাছ রোপণ করা হয়।
কেকে/এএস