চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চাকসু ভবনে ‘জোবরা ভাতঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার, এখানে মুলার তরকারি দিয়ে ভাত পাওয়া যায়’ লেখা ব্যঙ্গাত্মক সাইনবোর্ড টানিয়ে দেয় ছাত্র সংসদের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সোমবার (৩০ জুন) দুপুর ২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চাকসু ভবনে জোবরা ভাতঘর অ্যান্ড কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
দীর্ঘ ৩৬ বছর ধরে বন্ধ আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের ব্যানারে চাকসু নির্বাচনের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালিত হচ্ছে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুর রহমানকে দুপুরে চাকসু ভবনের লেখার ওপরে ভাতের হোটেলের একটি ব্যঙ্গাত্মক ব্যানার টানাতে দেখা যায়। ব্যানার টানানো শেষে তিনি জোবরা ভাতঘর উদ্বোধন করে মোনাজাত করেন। চাকসুর নাম বদলিয়ে মুলার ভাতঘর উদ্বোধনের এ মোনাজাতে ইসলামী ছাত্র মজলিসের চবি সভাপতি সাকিব মাহমুদ রূমীসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের কর্মীরা উপস্থিত ছিলেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুর রহমান বলেন, ৩৬ বছর ধরে চাকসু অকার্যকর হয়ে আছে। আমরা এত আন্দোলন সংগ্রামের পরও ছাত্র সংসদ নির্বাচনের কোনো স্পষ্ট ঘোষণা পাচ্ছি না। আমরা আজ ক্ষোভে চাকসু ভবনে ভাতের হোটেলের সাইনবোর্ড টানিয়ে দিয়েছি। বাস্তবেও এটা এখন ফুল টাইম ভাতের হোটেল আর পার্ট টাইম কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। চাকসু ভবন ৩৬ বছর পর তার যোগ্য নাম ফিরে পেয়েছে৷
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের কর্মী ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, ছাত্র সংসদ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মাধ্যম। অথচ বিশ্ববিদ্যালয়ের এ গুরুত্বপূর্ণ অর্গানকে দীর্ঘদিন অকার্যকর করে রাখা হয়েছে। আমাদের এরকম প্রতিবাদমূলক কর্মসূচি ততদিন চলবে যতদিন না শিক্ষার্থীদের অধিকার আদায় হচ্ছে।
কেকে/এএস