ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেছেন, ‘নারী ক্ষমতায়নে, উন্নয়নে, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে অবিস্মরণীয় অবদান রেখেছেন বাংলার রাখাল রাজা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’
শনিবার (২৮ জুন) বিকালে সদর ইউনিয়নে মনাইখালীতে জাতীয়তাবাদী মহিলা দল গঠন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, বাংলাদেশের নারী সমাজকে আত্মবিশ্বাস ও আত্মসম্মানের পথ প্রথম দেখিয়েছিলেন যিনি তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এদেশের নারীদের আজ যতটুকু অগ্রগতি, যতটুকু প্রাপ্তি তার সিংহভাগ যার অবদান তিনি জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সর্বপ্রথম নারীদের আপন শক্তি ও বুদ্ধিমত্তা অর্জনের মধ্য দিয়ে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয়ে নারী-পুরুষ বৈষম্য দূরীকরণের গুরুত্ব তুলে ধরেন।
তিনি আরো বলেন, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার লক্ষ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমবারের মতো ১৯৭৮ সালের ১১ ডিসেম্বর দেশে মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন।যৌতুক বিরুধী আইন, বাংলাদেশে পুলিশ ও আনসার বাহিনীতে নারীদের প্রথমবারের মত নিয়োগ দেন শহীদ জিয়া। নারী নেতৃত্ব সৃষ্টি করার জন্য এবং মহিলাদের রাজনৈতিকভাবে সচেতন করার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেন।
বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী ও অনুষ্ঠানের প্রধান অতিথি পলাশ বলেন, ‘বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ। জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহন করবে কিংবা বর্জন করবে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগনের আদালত। তবে যারা জনগনের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে।’
তিনি বলেন, ‘বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির ঘাটি।ইনশাল্লাহ, এই আসনটি উপজেলাবাসী বিএনপিকে উপহার দিবে।অন্য কেউ যদি আসনে বিজয়ী হবেন,এমন আশা করাটা দিবাস্বপ্ন হয়ে থাকবে।’
স্বাধীনতার পর বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন মহিলা দলের কমিটি ঘোষণা করেছে বিএনপির অঙ্গসংগঠন বাঞ্ছারামপুর উপজেলা মহিলা দল। দলটির উপজেলা সভাপতি শারমিন আক্তার রুমা, সাধারণ সম্পাদক তানজিম সুলতান স্বাক্ষরিত এক ঘোষণায় ৫৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে হেলেনা বেগমকে সভাপতি ও নাজমা আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা মহিলা দলের সভাপতি শারমিন আক্তার রুমা ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য এডভোকেট মহসিন, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম,সাংগঠনিক সম্পাদক শুকড়ি সেলিম, যুবদলের আহ্বায়ক হারুন আকাশ, যুবদল নেতা আবু কালাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির,সাধারণ সম্পাদক শহিদ শিকদার, পৌর মহিলা দলের সভাপতি বিউটি আক্তার প্রমূখ।
কেকে/ এমএস