সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
খোলাকাগজ স্পেশাল
নেতাকর্মীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণে বিতর্কে বিএনপি
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৯:৪০ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

সাম্প্রতিক বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে একের পর এক চাঁদাবাজি, মারধর, হুমকি ও নিয়ন্ত্রণহীন আচরণের অভিযোগে দলটির শৃঙ্খলা নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। তৃণমূল পর্যায় থেকে শুরু করে সহযোগী সংগঠনেরও নেতাকর্মীদের বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর অত্যাচারের অভিযোগ বাড়ছে। এতে দলটির ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। 

গত সোমবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঘটে যাওয়া একটি ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপি নেতা নাসিম ভূঁইয়া চাঁদা না পেয়ে এক দোকানদার আলী আজম মানিককে মারধর করেন, এমনকি তার দাড়ি ধরেও টানেন। ঘটনার পরপরই ভুক্তভোগী ঘিওর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটে সোমবার রাতে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার ‘মানিক কম্পিউটার’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে। 

তবে ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান কুদরত জানান, নাসিম তাদের রাজনৈতিক কর্মী নয়। তাকে কখনো দলীয় কোনো কার্যক্রমে দেখা যায়নি। যদিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও এবং স্থানীয়দের দাবি অনুযায়ী, অভিযুক্তের রাজনৈতিক পরিচয় বিএনপির কর্মী বলেই জানা গেছে। 

অপরদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়েও চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হয়েছেন স্থানীয় বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া। তার বিরুদ্ধে অভিযোগ, সোহরাব হোসেন নামের এক সৌদি প্রবাসীর কাছ থেকে পুকুর সংস্কারের জন্য ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে তাকে মারধর করা এবং বন্দুক তাক করে হত্যার হুমকি দেওয়া। ঘটনাস্থলে থাকা প্রবাসীর স্ত্রী ফাহমিদা পারভীন বাধা দিতে গেলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। তার বন্দুক ও গুলি জব্দ করা হয়েছে। তাকে চাঁদাবাজির মামলায় আদালতে পাঠানো হয়েছে। 

আরো আলোচনার জন্ম দিয়েছে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীর ঘটনা। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড পালানোর চেষ্টাকালে আটক হন। তার বিরুদ্ধে একাধিক গার্মেন্টস মালিকের কাছ থেকে চাঁদা দাবি, হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এক অডিও ক্লিপে রিয়াদকে বলতে শোনা যায়, ‘চাঁদা না দিলে কারখানা পুড়িয়ে দেব।’ 

পরবর্তীতে বিএনপির মিডিয়া সেল থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের জন্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’
 
এইসব ঘটনার পেছনে অনেক বিএনপি নেতারা সংগঠনের নিয়ন্ত্রণহীনতা ও শৃঙ্খলা দুর্বলতাকে দায়ী করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় এক নেতা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা এবং ক্ষমতার বাইরে থাকা অবস্থায় সংগঠনে ঢুকে পড়েছে সুবিধাভোগী, অনুপ্রবেশকারী ও সন্ত্রাসপ্রবণ একটি চক্র। তারা দলীয় পরিচয় ব্যবহার করে এলাকায় দাপট চালাচ্ছে। 

তবে দলীয় সিদ্ধান্তের ক্ষেত্রে কঠোরতা আরোপ করার ইঙ্গিত দিচ্ছে বিএনপি হাইকমান্ড। বিএনপির এক সিনিয়র নেতা জানান, কোনো অপরাধী নেতার জন্য দল দায় নেবে না। শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা চলমান থাকবে।

এদিকে এসব ঘটনায় বিশিষ্টজনা বলছেন- একের পর এক নেতাকর্মীর ঔদ্ধত্যপূর্ণ কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলার বড়সড় প্রশ্ন তোলে। বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের সামনে এ মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ- সংগঠন থেকে দুর্বৃত্তায়ন নির্মূল করা। দলীয় আদর্শ, নীতি এবং জনসম্পৃক্ততার পুনরুদ্ধার না হলে দলটি জনসমর্থনের সংকটে পড়তে পারে। 

যদিও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ভোগ নয়, ত্যাগ ও নিঃস্বার্থ জনসেবার মানসিকতা নিয়ে নেতাকর্মীদের রাজনীতি করতে হবে। ব্যক্তিগত চাওয়া পাওয়ার হিসাব কষলে রাজনীতিতে সফল হওয়া যাবে না। গতকাল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের উত্তর খয়রাকুড়ি উপজেলা মিলনায়তনে উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন ফকিরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন প্রিন্স। জয়নাল আবেদীন ফকিরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এমরান সালেহ প্রিন্স বলেন, তিনি একজন ত্যাগী, আদর্শ ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। নেতা হয়েও কর্মীর মতো কাজ করেছেন হাসি মুখে। দল সরকারে থাকা অবস্থাতেও তিনি চাওয়া পাওয়ার হিসাব করেন নাই। 

বর্তমান নেতাকর্মীদের প্রতি জয়নাল আবেদীন ফকিরের জীবন থেকে শিক্ষা নিয়ে দেশ ও জনগণের নিঃস্বার্থ সেবায় কাজ করার আহ্বান জানান তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপি জনপ্রিয় দল। গুটি কয়েক বিপথগামী নেতাকর্মীর অনৈতিক কর্মকাণ্ডের দায় বিএনপি গ্রহণ করবে না।  তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তাদের দুর্নীতিবাজ ও সন্ত্রাসী কর্মীদের পৃষ্ঠপোষকতা করেছে, বিএনপি তা করছে না এবং করবেও না। বিপথগামী নেতাকর্মীদের বহিষ্কার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করছে।

এসব বিষয়ে কথা হলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু খোলা কাগজকে বলেন, ইদানীংকালে দেখা গেছে লুটেরা অর্থনীতির কারণে কিছু কিছু সুবিধাবাদী মানুষ দলের মধ্যে ঢুকে পড়ে; আর অঘটনটা তারাই ঘটাচ্ছে। ত্যাগী নেতাদের রাজনীতি করাটা কঠিন হয়ে যাচ্ছে। দলকে অবশ্যই এ বিষয়গুলো মাথায় রেখে এগিয়ে নিতে হবে। 

তিনি আরো বলেন, সুযোগ সন্ধানীরা দলের মধ্যে ঢুকে ভয়ংকর যে কোনো ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। দলকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যদিও দল থেকে সবসময় মনিটং করা হয়। নির্বাচন সামনে এখন আরো বেশি সতর্ক হয়ে চলতে হবে। স্থানীয় রাজনীতির প্রতি তীক্ষè দৃষ্টি রাখতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সব ঘটনায় যে বিএনপি জড়িত এমনটা ভাবার কেন কারণ নাই। সংঘাত-সহিংসতা হচ্ছে না এটাও বলা ঠিক হবে না। তিনি বলেন, কিছু সুযোগ সন্ধানী লোক আছে হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির কাছাকাছি থেকে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। স্বার্থের দ্বন্দ্বেই বিরোধ তৈরি হয় যার পরিণতি ভয়াবহতার দিকে নিয়ে যায়। 

তিনি আরো বলেন, বিএনপির নামধারী যারা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়েছে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে, পদ স্থগিত করা হয়েছে, শোকজ করা হচ্ছে এবং কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত। 

এর আগে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংঘাত-সহিংসতা হচ্ছে না, সেটা আমরা বলব না। কিন্তু দেখতে হবে এটাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে কিনা। মোটেই তা হচ্ছে না। জড়িতদের বহিষ্কার করা হয়েছে, পদ স্থগিত করা হয়েছে, শোকজ করা হচ্ছে এবং সেখানে জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূলে- কেউ এখান থেকে বাদ যাচ্ছে না।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  বিতর্কে বিএনপি   বিএনপি   নেতাকর্মীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close