দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছিল কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রোগী ও স্বজনদের দুর্ভোগ ছিল নিত্যদিনের ঘটনা। অবশেষে সমাধান মিলেছে—উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় স্থাপিত হয়েছে হাইব্রিড সোলার সিস্টেম।
রোববার (২২ জুন) দুপুর ২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে সোলার সিস্টেমটির উদ্বোধন করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, আবাসিক মেডিকেল অফিসার নবীরুল ইসলাম, অফিস সহকারী সোহেল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলছিল বিদ্যুৎ সমস্যার ভোগান্তি। চিকিৎসা সেবা যেমন ইসিজি, ওষুধ সংরক্ষণ, কম্পিউটার ব্যবহার, ফ্যান কিংবা আলো—সবই নির্ভরশীল বিদ্যুতের ওপর। বিভ্রাট দেখা দিলেই কার্যত অচল হয়ে পড়ত চিকিৎসা ব্যবস্থা।
স্থানীয় আপেল ও শাহআলমসহ অনেকে বলেন, দীর্ঘদিন থেকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে চিকিৎসাসেবায় বিঘ্নিত হতো। এখন স্বাস্থ্যসেবায় ভোগান্তিতে পড়তে হবে না।
রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, এই হাইব্রিড সোলার সিস্টেমের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে। বিশেষ করে রাতের জরুরি সেবা, প্রসূতি সেবা ও ওষুধ সংরক্ষণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে স্বাস্থ্য সেবায় প্রযুক্তির ব্যবহার সময়োপযোগী সিদ্ধান্ত। এটি বিদ্যুৎ সংকটে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হওয়ার ঝুঁকি কমাবে। এ ছাড়া দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাট হলেও স্বাস্থ্যসেবা সচল থাকবে।
কেকে/এএম