চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুই ঘটনায় পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। রোববার (২২ জুন) উপজেলার সৈয়দপুর ও ধর্মপুর এলাকায় দুপুর ১২টা ও বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—নেহাল (৩) ও জান্নাতুল মাইশা (৬)। নেহাল সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের সৌদি প্রবাসী সাইদুল ইসলাম শাহিন ও পাপড়ি আক্তার দম্পতির একমাত্র ছেলে। জান্নাতুল মাইশা ছোটদারোগা হাট পূর্ব ধর্মপুর গ্রামের নাছির উদ্দিন বেলাল ওরফে বেলালের মেয়ে।
নিহত নেহালের মামা মিনহাজ উদ্দিন জানান, কয়েকদিন আগে বোন ও ভাগিনা বেড়াতে এসেছিলেন তাদের বাড়িতে। দুপুরে পরিবারের সবার অজান্তে খেলতে গিয়ে বসতঘরের পেছনের পুকুরে পড়ে যায় শিশু নেহাল। কিছুক্ষণ পর তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের গভীরে নেহালের নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে ধর্মপুর এলাকায় একইভাবে পানিতে পড়ে মারা যায় জান্নাতুল মাইশা। স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন জানান, দুপুরের খাবার খেয়ে পরিবারের সদস্যরা বিশ্রামে গেলে ওই ফাঁকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের ধারে খেলতে গিয়ে ডুবে যায় শিশুটি। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়। তাকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেকে/এএম