শ্রীপুরে ব্রীজের নীচ থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৮:১৫ পিএম

বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদসহ গ্রেফতারকৃতরা। ছবি : প্রতিনিধি
শ্রীপুরে জৈনা বাজার ফুটওভার ব্রিজের নিচ থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (২১ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি কভার্ড ভ্যান, ভ্যান চলক ও হেলপারকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায় বলে প্রেস ব্রিফিং এ জানিয়েছে ডিবি।
আটককৃত কভার্ড ভ্যানের ড্রাইভার মো. ইমরান হাসেন (২৪) সিরাজগঞ্জের চৌহানী উপজেলার বোয়াল কান্দি গ্রামের আমির হামজার পুত্র। ও হেলপার মো. আরিফ হোসেন বাপ্পী ওরফে বাবু (২৪) নেত্রকোনার রৌহা জামতলা বাজারের মৃত সাহাবুদ্দিনের পুত্র।
প্রেস ব্রিফিং কালে পুলিশ আরো জানায় কভার্ড ভ্যানে চারটি প্লাস্টিকের বস্তায় কৌশলে রক্ষিত অবস্থায় ছিলো ১৬০ বোতল মাদক। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ২৮ হাজার টাকা। মাদকের বস্তাগুলো তারা মাওনার তাজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ির কাছে নিয়ে যাচ্ছিলো।দ্রুত সময়ের মধ্যে তাজুল ইসলাম কে গ্রেফতার করবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরো জানায় তাজুল ইসলামকে আটক করলে অনেক গোপন রহস্য বেরিয়ে আসবে।
কেকে/ এমএস