ফরিদপুরের নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল সিগারেট ও নিষিদ্ধ পলিথিন জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদর বাজারের রাকিব স্টোরে এ জাহিদ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবিরউদ্দিন।
এ সময় রাকিব স্টোরের মালিক শরিফ উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে জব্দকৃত নকল সিগারেট ও পলিথিন ব্যাগ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবিরউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা সদর বাজারের দুটি দোকানে অভিযান চালানো হয় এ সময় রাকিব স্টোরে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১৫২০ শলাকা নকল সিগারেট ও ৩০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়াও দোকানের মালিক শরিফ উদ্দিনকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।
কেকে/এএস