শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      
খোলাকাগজ স্পেশাল
সবার চোখ লন্ডনে
রোকন উদ্দিন
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৯:৩৫ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে সবচেয়ে বড় ইস্যু প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠক। দুইজনের এই একান্ত বৈঠক ঘিরে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তুঙ্গে। তবে বৈঠকটি অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের লন্ডন শহরে। প্রধান উপদেষ্টা বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন। অন্যদিকে দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। সব মিলিয়ে লন্ডন শহরের দিকে আগামীকাল চোখ থাকবে বাংলাদেশের মানুষের। 

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছিল, শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে লন্ডনের ডরচেস্টার হোটেলে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকটি হবে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক ময়দানে প্রধান উপদেষ্টার সাথে প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতার সরাসরি আলোচনা একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। রাজনৈতিক সংঘাত নয়, সমঝোতার মধ্য দিয়ে আগামী নির্বাচনকে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পারে-এমন আশার সঞ্চার ঘটছে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক মহলেও। তবে সবকিছু নির্ভর করছে আসন্ন বৈঠকের ফলাফলের ওপর। আলোচনা যদি বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত সমাধানমুখী হয়, তবে তা শুধু বিএনপির নয়, বরং দেশের গণতন্ত্র ও রাজনীতির জন্যই ইতিবাচক দিকচিহ্ন হয়ে উঠবে বলে মনে করছেন অনেকে। বিশেষ করে নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের যে দূরত্ব, সেই প্রেক্ষাপটে এই বৈঠকটি দেশের রাজনৈতিক মোড় পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। 

ধারণা করা হচ্ছে, এই বৈঠকে গুরুত্ব পাবে নির্বাচনের বিষয়টি। এ ছাড়া সংস্কার প্রক্রিয়া ও গণহত্যার বিচারের বিষয়টিও আলোচনায় প্রাধান্য পাবে। এ বৈঠকে নতুন ‘ডাইমেনশন’ তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট বা অবস্থান, তাতে এটা একটা বড় ইভেন্ট। গুরুত্বপূর্ণ ইভেন্ট। এটার গুরুত্ব অনেক বেশি।’ বাংলাদেশের রাজনৈতিক যে সংকটগুলো রয়েছে, সেগুলোয় এ বৈঠক ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। অনুষ্ঠেয় বৈঠকটিকে এ সময়ের বড় ‘পলিটিক্যাল ইভেন্ট’ হিসেবে অভিহিত করেন মির্জা ফখরুল। তিনি বলেন, অনেক সুযোগ তৈরি হতে পারে এ বৈঠকে। অনেক সমস্যার সমাধান হতে পারে। অনেক কিছু সহজ হয়ে যেতে পারে। নতুন ডাইমেনশন তৈরি হতে পারে এ বৈঠকে। নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে। 

এদিকে তারেক-ইউনূস বৈঠকে ডিসেম্বরে ভোটের দাবিই হবে মুখ্য হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। দলটির অভ্যন্তরীণ সূত্র বলছে, ১৩ জুন হতে যাওয়া তারেক-ইউনূস বৈঠকটি নির্বাচন-সংক্রান্ত অচলাবস্থা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈঠকে মূলত এপ্রিলের পরিবর্তে নির্বাচন এগিয়ে এনে ডিসেম্বর বা আপসমূলক সময়সীমা নির্ধারণের ওপরই জোর দেওয়া হবে বলে জানিয়েছেন নেতারা। 

বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা ইউএনবিকে বলেন, ‘তারেক রহমান বৈঠকে স্পষ্টভাবে তুলে ধরবেন কেন এপ্রিল উপযুক্ত নয় এবং কেন ডিসেম্বরই শ্রেয়। তবে প্রধান উপদেষ্টা যদি ফেব্রুয়ারি প্রস্তাব করেন, তাহলে আলোচনার জায়গা থাকতে পারে।'
তারেক-ইউনূস বৈঠকে ডিসেম্বর নির্বাচনকে কেন্দ্র করেই আলোচনা হবে-এমনটা ইউএনবিকে জানিয়েছেন বিএনপির অন্য কয়েক শীর্ষ নেতাও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা আশা করি, এই বৈঠক ইতিবাচক রাজনৈতিক অগ্রগতির পথ দেখাবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি করবে।’ তিনি বলেন, ‘নির্বাচনই হবে আলোচনার কেন্দ্রবিন্দু। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের অবস্থান তুলে ধরবেন। ডিসেম্বর নির্বাচনের জন্য সবচেয়ে উপযুক্ত সময়।’ 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক শুধু সময়োপযোগী নয়, এটি রাজনৈতিক শিষ্টাচারও। তিনি বলেন, ‘এই আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকট মোকাবিলা এবং দুই পক্ষের মধ্যকার দূরত্ব কমানো সম্ভব হতে পারে।’ ভবিষ্যৎ কর্মপন্থা, নির্বাচন আয়োজন, নিরপেক্ষতা এবং আইনের শাসন- এসব বিষয় আলোচনার কেন্দ্রবিন্দু হবে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন। 

প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠেয় বৈঠকে দলীয় রাজনীতির বিশুদ্ধতা ও সংস্কারের আলাপ প্রাধান্য পাবে বলে আশাবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আশাবাদের কথা জানান ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। এ বৈঠক সামনে রেখে ইসলামী আন্দোলনের এই বিবৃতিতে বলা হয়, বিগত ১৫ বছরের স্বৈরাচারবিরোধী লড়াই এবং জুলাই অভ্যুত্থানের পর একটি সুস্থ, সমৃদ্ধ রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশা করেছিল জাতি। কিন্তু সাম্প্রতিক সময়েও দেশে যে রাজনৈতিক সংস্কৃতি বিরাজ করছে, তা দেশবাসীকে চরমভাবে হতাশ করছে। অতএব দেশবাসী প্রত্যাশা করে, লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যে যে বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানে দলীয় রাজনীতির বিশুদ্ধতা ও সংস্কারের আলাপ প্রাধান্য পাবে।

এদিকে লন্ডনে অনুষ্ঠেয় ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠককে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি মনে করে, নির্বাচন কবে হবে, সেটার চেয়ে মৌলিক সংস্কার ও জুলাই আন্দোলনে নির্বিচার মানুষ হত্যার বিচারের মতো বিষয়গুলো বৈঠকে বেশি গুরুত্ব পাবে। এই বৈঠক ফলপ্রসূ না হলে দেশে রাজনৈতিক সংকট বাড়তে পারে বলেও মনে করছে এনসিপি। দলটির একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, বিএনপি যদি সংস্কার ও বিচারের প্রশ্নে ইতিবাচক অবস্থান না নেয়, তাহলে বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণ আবার রাস্তায় নামতে পারে। কারণ, জুলাই গণ-অভ্যুত্থানে শুধু ভোটের জন্য মানুষ জীবন দেয়নি। মানুষ রাষ্ট্রকাঠামোর বদল চেয়েছে। বিএনপি যদি মানুষের সেই আকাক্সক্ষাকে পাশ কাটিয়ে শুধু ক্ষমতায় যাওয়াকে একমাত্র লক্ষ্য করে তোলে, তাহলে জনগণ তার পথ খুঁজে নেবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের অনুষ্ঠেয় বৈঠককে এনসিপি ইতিবাচকভাবেই দেখছে বলে জানিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি গণমাধ্যমকে বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মৌলিক কাঠামোগত সংস্কার করে নতুন বাংলাদেশের যে আকাক্সক্ষা তৈরি হয়েছে, সেই জায়গাটায় বিএনপির দিক থেকে সংকট তৈরি হয়েছে। আমরা আশা করব, এই বৈঠকে সেই সংকট আর ঘনীভূত না করে তারেক রহমান বৃহত্তর স্বার্থে নতুন বাংলাদেশের আকাক্সক্ষা, নাগরিক ও মানবিক মর্যাদা এবং মৌলিক সংস্কারকে গুরুত্ব দেবেন।’ তিনি আরো বলেন, এই বৈঠকের পরবর্তী প্রতিক্রিয়া, মানে কাজের মাধ্যমে বোঝা যাবে এই বৈঠকের ফলাফল আসলে কী। 

এ ছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের আসন্ন এই বৈঠককে স্বাগত জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। 

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফের পিএস বিতর্কে আসিফ
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই
কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close