টাঙ্গাইলের ধনবাড়ীতে ক্লাবের উদ্যেগে সদস্যদের মাঝে নিম গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ জুন) বিকালে ধনবাড়ী উপজেলা মিলনায়তনে ধনবাড়ী ক্লাবের উদ্যেগে সব সদস্যদের মাঝে এ চারা বিতরণ করা হয়।
ধনবাড়ী ক্লাবের বার্ষিক সাধারণ সভার আলোচনাসভা অনুষ্ঠান শেষে এ চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান।
ধনবাড়ী ক্লাবের সদস্য মেহেদী হাসান রাসেলের সঞ্চালনায় ও সভাপতি সাইফুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, সহসভাপতি এম.এ মাজেদ বাদল, হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন।
এছাড়া আরো বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মহব্বত, ধোপাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির নেতা কামাল হোসেন তালুকদার মিন্টু, ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, ধনবাড়ী বনিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী ও ধনবাড়ী ক্লাবের সাধারণ সম্পাদক মো. রবিউল আলমসহ ধনবাড়ী ক্লাবের অন্য নেতৃবৃন্দ।
বক্তারা, ধনবাড়ী ক্লাবের পক্ষ থেকে সামনের দিনে আর্তমানবতার সেবায় নিয়োজিত হয়ে দেশ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সভায় ধনবাড়ী ক্লাবের সব সদস্য ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে, সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
কেকে/এএস