ফেনীর সোনাগাজীতে আবদুল শুক্কুর নামের এক খামারির দুইটি মহিষকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১০ জুন) উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের ফরিদের বাঁধ সংলগ্ন চরণভূমিতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত খামারী আবদুল শুক্কুর জানান, মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় চর চান্দিয়া ইউনিয়নের ফরিদের বাঁধ সংলগ্ন চরণ ভূমিতে মহিষগুলো ছেড়ে দিই। বিকালে এসে দেখি মহিষ গুলোর গাঁ বেয়ে রক্ত ঝরছে। পরে মহিষগুলোকে চরণভূমি থেকে উপরে এনে দেখি শরীরের বিভিন্ন স্থানে কোপের দাগ। কে বা কারা আমার মহিষগুলোকে কুপিয়েছে আমার জানা নেই। পরে মহিষ দুটোকে বাড়িতে নিয়ে আসি। বর্তমানে মহিষ দুটো আমার বাড়িতে আছে।
তিনি আরো জানান, এ মহিষগুলো দিয়ে নিজের জীবিকা নির্বাহ করি। এমন যদি হয় তাহলে নিজের পরিবার পরিজন নিয়ে জীবন নির্বাহ করব কীভাবে।
এ বিষয়ে আনোয়ারুল জাবেদ নামের এক খামারি জানান, শুক্কুর মিয়ার মহিষকে কুপিয়ে আহত করার বিষয়টি জেনে খুব কষ্ট পেয়েছি। এভাবে হলেতো মহিষ পালন করা কষ্টকর হয়ে যাবে। এমন ঘটনার তীব্র নিন্দা জানাই।
সিইএ শাহীদ ফরিদ বলেন, সোনাগাজী মহিষ পালনের একটি উর্বর জায়গা। এমন ঘটনা যদি ঘটতে থাকে তাহলে ভবিষ্যতে আর কেউ মহিষ পালন করবে না। তাহলে দুধ ও মাংসের ব্যাপক ঘাটতি দেখা দিবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নেবু লাল দত্ত বলেন, বিষয়টি একটু আগে জেনেছি। এটা একটি নিন্দনীয় ও অমানবিক কাজ। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।
সোনাগাজী মডেল থানা অফিসার ইনচার্জ বায়েজিদ আকন বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।
কেকে/এজে