নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাব্বির হোসেন খোকা নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে স্থানীয় ছাত্রদল, যুবদলসহ জনতার গণপিটুনি থেকে ছাড়িয়ে নিতে গুলিবর্ষণ করেন অপর পক্ষের এক ছাত্রদল নেতা। এ ঘটনায় মামুন নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এলাকাবাসী ছাত্রলীগ নেতাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।
মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ১১ জুন সকালে ব্যবসায়ী মামুন মারা যাওয়ায় খবরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোক্তার হোসেন বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভুলতা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছাব্বির হোসেন খোকা গত ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা থেকে গা ঢাকা দিয়েছিলেন। মঙ্গলবার বিকালে ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদলের লোকজনসহ এলাকাবাসী তাকে আটক করেন।
খবর পেয়ে ছাত্রদল নেতা জাইদুল ইসলাম বাবু তাকে ছাড়িয়ে নিতে পিস্তল দিয়ে গুলিবর্ষণ করেন। এতে গুলিবিদ্ধ হন এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মামুন। গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুলিবর্ষণের পর এলাকাবাসী ধাওয়া দিলে পালিয়ে যান বাবু। উত্তেজিত এলাকাবাসী ছাত্রলীগ নেতা খোকাকে গণপিটুনি দিয়ে রূপগঞ্জ থানা-পুলিশে সোপর্দ করেন।
কেকে/এএস