সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      
রাজনীতি
সব ইসলামি দল একসঙ্গে আগামী নির্বাচন করবে : অধ্যাপক মুজিবুর রহমান
পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৫:২৯ পিএম আপডেট: ১০.০৬.২০২৫ ৫:৩৫ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ও জামায়াতের সাবেক সংসদীয় দলের নেতা অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সব ইসলামি দল এক হয়ে আগামী নির্বাচন করবে। ইসলামি দলগুলো ঐক্যবদ্ধ হয়ে হয়ে নির্বাচন করার প্রক্রিয়া চলমান, এ কাজের আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে। সংসদে কুরআনের আইন চালু করার লক্ষ্যে ইসলামি দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করলে কুরআনের বিজয় হবেই ইনশাল্লাহ।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে ঈশ্বরদী উপজেলা জামায়াত কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঈশ্বরদীর আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে উপজেলা আমির ড. নুরুজ্জামান প্রামাণিকের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির ও জামায়াত মনোনীত পাবনা-৪ ( আটঘরিয়া ঈশ্বরদী)  আসনের এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল, সংগঠনের বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা জামাতের সেক্রেটারি পাবনা জেলা সদর পৌরসভার মেয়র প্রার্থী অধ্যাপক  মাওলানা আব্দুল গাফফার খান, ঈশ্বরদী উপজেলার সাবেক আমির জুবায়ের আহমেদ খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি মনজুরুল  ইসলাম, সংগঠনের পাবনা জেলার সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ, এস এম সোহেল স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
 
প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ৫৪ বছর ধরে মানুষের মতবাদের রাষ্ট্র পরিচালিত হওয়ায় মানুষ প্রকৃত অর্থে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারেনি, তাই জনগণ এবার কুরআনের আইন দ্বারা রাষ্ট্র পরিচালনার কথা যারা বলেন  তাদের দিকে ঝুঁকেছে। জনগণ ইতোমধ্যেই বলতে শুরু করেছে সব দল দেখা শেষ যাদের রাষ্ট্র পরিচালনায় দেখা যায়নি কুরআনের আইন চালু করার জন্য তাদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই।
 
প্রধান অতিথি কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন আল্লাহ তায়ালা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মাল ও জান চেয়েছেন। তিনি  জনতার উদ্দেশে বলেন আগামী নির্বাচনে মাল ও জান দিয়ে সব প্রকার ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আগামী নির্বাচনে আপনাদের ভোটযুদ্ধে অবতীর্ণ হতে হবে সব ষড়যন্ত্র মোকাবিলা করে কুরআনের আইনের জন্য জাতীয় সংসদে আপনাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।  

বিশেষ অতিথি অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার জামায়াত-শিবির কে নিষিদ্ধ ঘোষণা করেছিল কিন্তু চার দিনের মাথায় দেশের জনগণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

তিনি আরো বলেন, বিগত সময়ে আমাদের দলের শীর্ষ নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দিয়ে শহিদ করা হয়েছে, বর্তমানে ওই সব বিচারক, আইনজীবীসহ এ কাজে নিয়োজিত সব কর্মকর্তা কর্মচারীর বিচারের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরো বলেন জামায়াতে ইসলামী ন্যায় ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এ দাওয়াত সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিতে হবে।
 
মাওলানা জহুরুল ইসলাম খান বলেন আগামী ২০২৬ সালের  নির্বাচন হবে কুরআন পুড়ানো দলের সঙ্গে। মানুষের হৃদয় পুড়ানো দলীয় প্রার্থীকে আগামীতে কেউ নির্বাচিত করবে না। তিনি বলেন স্বৈরাচার বিদায় নিয়েছে স্বৈরাচারের দোসরদের এদেশের সাধারণ জনতা নির্বাচনের মাধ্যমেই প্রতিহত করবে।

কেকে/এএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ
যখন জনগণ জানে না, তখন গণভোট অর্থহীন
২০ জিম্মিকে আজ মুক্তি দেবে হামাস
অবৈধ্য অস্ত্রের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি তৎপরতা চাই
বোদায় বিএনপির ৩১ দফা'র লিফলেট বিতরণ

সর্বাধিক পঠিত

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ
ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close