ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহিদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী।
সোমবার (২ জুন) উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ড. মো. সাইদুজ্জামান কামালের নিজ বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, সাবেক ভিপি ও জাতিসংঘের প্রাক্তন কর্মকর্তা, কৃষিবিদ ইঞ্জি. ড. মো. সাইদুজ্জামান কামাল।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপির সভাপতি মো. মতিউর রহমান জালু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন বাদল, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, কেন্দ্রীয় বিএনপি নেতা ড. কামারুল হক,উপজেলা যুবদলের সদস্য সচীব জিসান সরকার,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইব্রাহিম সরকার, পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফাহাদ, শহীদ নয়নের পিতা রহমতুল্লাহ প্রমুখ।
প্রধান অতিথি ড.কামাল বক্তব্যে বলেন, ছাত্রদল নেতা নয়ন হত্যাকারীরা এখন প্রকাশ্যে ঘুরে। তাদের বিরুদ্ধে মামলা থাকলেও সেটি এখন ঘুমিয়ে আছে। নয়ন শহীদ হয়েছেন দলের লিফলেট বিতরণ করতে গিয়ে। অথচ, বিএনপির কতিপয় নেতা এখন নয়ন হত্যাকে পুঁজি করে রাজনীতি করছে। পদ পদবি বাগিয়ে নিচ্ছে। যা খুবই দুঃখজনক। শহিদ রাষ্ট্রপতি জিয়ার বিএনপিতে কোন ফ্যাসিস্টদের ঠাঁই হবে না। আমরা তারেক রহমানের বাংলাদেশ চাই।
কেকে/এএস