কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামসুন্নাহার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে) সকালে উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন।
নিহত শামসুন্নাহার ওই এলাকার বেকারি কারিগর কামাল উদ্দিনের স্ত্রী।
পুলিশ জানায়, ধান ভাঙার জন্য অটোরিকশা খুঁজতে পাশের বাড়িতে যান শামসুন্নাহার। সেখানে চার্জে লাগানো একটি অটোরিকশার গায়ে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কেকে/এএম