শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      
দেশজুড়ে
মাঠে ভুট্টা শুকাচ্ছে ব্যবসায়ীরা, খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা
ময়নুল ইসলাম মুসা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৫:৪১ পিএম আপডেট: ২৯.০৫.২০২৫ ৭:০৮ পিএম
মুশরুত পানিয়াল পুকুর উচ্চ বিদ্যালয় মাঠের চিত্র।  ছবি : প্রতিবেদক

মুশরুত পানিয়াল পুকুর উচ্চ বিদ্যালয় মাঠের চিত্র। ছবি : প্রতিবেদক

যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলার কোনো বিকল্প নেই। খেলার মাঠ কেবল ক্রীড়া ও বিনোদনের স্থান; এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখা, সামাজিক সম্পর্ক গড়ে তোলার এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ স্থান। কিন্তু সেই খেলার মাঠটি যদি হয় ব্যবসা করার স্থান তাহলে খেলোয়াড় ও শিক্ষার্থীদেরকে পড়তে হয় বিপাকে। এমনি এক অভিযোগ উঠেছে নীলফামারী কিশোরগঞ্জের মুশরুত বেলতলী খেলার মাঠকে ঘিরে। কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করেই অনুমতি ছাড়া খেলার মাঠে শুকাচ্ছেন ভুট্টা।

ভৌগোলিক দিক থেকে এ মাঠটি নিতাই ইউনিয়নের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ছোট থেকে বড় প্রায় সব ধরনের টুর্নামেন্ট এ মাঠে প্রতিবছর আয়োজন করা হয়। এ মাঠের সুনাম যেন ছড়িয়ে আছে নীলফামারীর প্রতিটি স্থানে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি এ মাঠটি বর্তমানে ব্যবসায়ীদের কবলে। স্থানীয় ব্যবসায়ীরা অনুমতি ছাড়াই শুকাচ্ছেন ভুট্টা। এতে করে একদিকে যেমন মুশরুত পানিয়াল পুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাহত হচ্ছে পাঠ্য কার্যক্রম অপরদিকে নিয়মিত খেলোয়াড়দের অনুশীলনে বিঘ্ন ঘটছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় সংলগ্ন এই মাঠটি দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ও এলাকার শিশু-কিশোরদের বিনোদনের স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে সম্প্রতি কিছু ব্যবসায়ী কোনো অনুমতি না নিয়েই সেখানে ভুট্টা শুকানো শুরু করেন। দিনের পর দিন মাঠটি দখল করে রাখায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় এক খেলোয়াড়ের সাথে কথা হলে তিনি জানান, খেলার মাঠে কোন কমিটি না থাকার কারণে ভুট্টা ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়েছে। তাদেরকে বারবার নিষেধ করার পরও তারা তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তাদেরকে প্রতিহত করার যেন কেউ নেই। কমিটির বিষয়ে তার কাছে প্রশ্ন করলে তিনি জানান, মাঠের বর্তমান সভাপতি হচ্ছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার। তিনি অসুস্থ থাকায় এ বিষয়ে এখনও জানানো হয় নি।

মুশরুত পানিয়াল পুকুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, বিষয়টি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। এ বিষয়ে খুব শীঘ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করি। 



এ বিষয়ে কথা হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোলা কাগজকে বলেন, ‘আমি তাদের বারবার নিষেধ করা সত্ত্বেও আমার কথার কোন ভ্রূক্ষেপ করে নাই। আমি তাদেরকে খেলার মাঠের বাইরে ভুট্টা শুকাতে বলেছি যাতে শিক্ষার্থী ও খেলোয়াড়দের কোন ব্যাঘাত না ঘটে। আমরা চাই দ্রুত এ সমস্যার সমাধান হোক।’

এদিকে সচেতন মহল ও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, মাঠটি যেন তার পূর্বের অবস্থা ফিরে পায় এবং ভবিষ্যতে এমন অননুমোদিত দখল ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমি হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  খেলার মাঠ   ভুট্টা   ব্যবসায়ী   খেলাধুলা   শিক্ষার্থী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আজিম উদ্দিন আহমেদের মৃত্যুতে সাউথইস্ট ব্যাংকের শোক
রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ
মাইলস্টোনে নিহত ফাতেমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
ডিইপিজেড থেকে সিঅ্যান্ডএফ কর্মকর্তাকে তুলে নিলো সন্ত্রাসীরা

সর্বাধিক পঠিত

‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল
সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার
রক্তের ইতিহাস ভুলে গেলে চলবে না: মির্জা ফখরুল
বড়লেখা ২০ফুট লম্বা অজগরকে পিটিয়ে হত্যা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close